সোমবার ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ:
গণভোটের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে: তথ্য উপদেষ্টা পল্লী বিদ্যুতের ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে যাবে ‘হ্যাঁ’ লিফলেট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মো. কাওসার আলম জলবায়ু পরিবর্তন ও ট্রাম্প: গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি বনাম বাস্তবতা গ্রিনল্যান্ড কিনতে ইউরোপীয় দেশগুলোর ওপর ট্রাম্পের ১০% শুল্ক আরোপের ঘোষণা লগারহেড কচ্ছপ ‘গুমুশ’-এর বিস্ময়কর যাত্রা: সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধিই কি কারণ?

ঢাবি ইইই বিভাগের শিক্ষার্থীর যুক্তরাষ্ট্রে অপটিকা স্টুডেন্ট লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের শিক্ষার্থী অর্পণ সাহা চলতি বছর অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোর ডেনভারে অনুষ্ঠিত অপটিকা (পূর্বে OSA) স্টুডেন্ট লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের দুই শিক্ষার্থী অর্পণ সাহা এবং মোহাম্মদ আজমাইন ফাতিন অপটিকা স্টুডেন্ট লিডারশিপ প্রোগ্রামের জন্য নির্বাচিত হন। নির্বাচনের পর অর্পণ সাহা প্রোগ্রামে অংশগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন। অত্যন্ত প্রতিযোগিতামূলক এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য অপটিকা স্পন্সর করে এবং যাবতীয় খরচ বহন করে।

অর্পণ সাহা এই আন্তর্জাতিক ফোরামে দেশের প্রতিনিধিত্বকারী একমাত্র বাংলাদেশী শিক্ষার্থী ছিলেন। অপটিকা আয়োজিত স্টুডেন্ট লিডারশিপ প্রোগ্রামটি বিশ্বজুড়ে নির্বাচিত শীর্ষ ১০০ জন ছাত্র প্রতিনিধিকে একত্রিত করে। এতে ইন্টারেক্টিভ কর্মশালা, গ্রুপ আলোচনা এবং যোগাযোগ, দলগত কাজ এবং পরিষেবা-ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে নেতৃত্ব বিকাশের গুণাবলী অর্জনে শিক্ষার্থীদের সহায়তা করা হয়।

নেতৃত্ব কর্মসূচির পাশাপাশি, অর্পণ সাহা ফ্রন্টিয়ার্স ইন অপটিক্স + লেজার সায়েন্স (FiO + LS) সম্মেলনে যোগদান করেন এবং গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। FiO + LS হলো- অপটিক্স এবং ফোটোনিক্সের অন্যতম প্রধান আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনটি অপটিক্যাল সায়েন্স এবং লেজার প্রযুক্তির শীর্ষস্থানীয় গবেষক, অনুষদ সদস্য এবং শিল্প পেশাদারদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেয়।

আন্তর্জাতিক ফোরামে অর্পণ সাহার অংশগ্রহণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষতা, গবেষণা, নেতৃত্ব উন্নয়ন এবং বিশ্বব্যাপী সম্পৃক্ততার প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করে।