সোমবার ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ:
গণভোটের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে: তথ্য উপদেষ্টা পল্লী বিদ্যুতের ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে যাবে ‘হ্যাঁ’ লিফলেট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মো. কাওসার আলম জলবায়ু পরিবর্তন ও ট্রাম্প: গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি বনাম বাস্তবতা গ্রিনল্যান্ড কিনতে ইউরোপীয় দেশগুলোর ওপর ট্রাম্পের ১০% শুল্ক আরোপের ঘোষণা লগারহেড কচ্ছপ ‘গুমুশ’-এর বিস্ময়কর যাত্রা: সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধিই কি কারণ?

ব্রিটিশ হাইক‌মিশনের কঠোর সতর্কবার্তা: ভিসা পেতে জাল কাগজপত্রে ১০ বছরের নিষেধাজ্ঞা

ঢাকা, নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করার সময় জাল বা ভুয়া কাগজপত্র জমা দেওয়ার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন। এই অপরাধ প্রমাণিত হলে আবেদনকারীর ওপর ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) এক সতর্কবার্তায় এই ঘোষণা দেয় ব্রিটিশ হাইকমিশন।সতর্কবার্তায় সুস্পষ্টভাবে বলা হয়: “যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করার সময় জাল কাগজপত্র জমা দিলে ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। সব সময় বৈধ কাগজপত্র জমা দিন, এ বিষয়ে কোনো ঝুঁকি নেবেন না।”

ভিসা নিশ্চিতকরণের নামে প্রতারণা থেকে সাবধান: এর পাশাপাশি, হাইকমিশন আরও জানিয়েছে যে যুক্তরাজ্যের কোনো ভিসা বা ইলেকট্রনিক ট্র্যাভেল অথোরাইজেশন (ইটিএ) কখনোই ‘গ্যারান্টিযুক্ত’ নয়। তাই ভিসা নিশ্চিত করে দেওয়ার নাম করে যারা ফোন, ই-মেইল বা টেক্সট বার্তার মাধ্যমে যোগাযোগ করছে, তাদের সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।

হাইকমিশন দৃঢ়ভাবে বলেছে, কেউ যদি দাবি করে যে তারা যুক্তরাজ্যের ভিসা নিশ্চিত করে দিতে পারবে, তবে এটি নিঃসন্দেহে প্রতারণা।ভিসা প্রার্থীরা যাতে সঠিক এবং বৈধ প্রক্রিয়ায় আবেদন করেন এবং কোনো প্রকার প্রতারণার ফাঁদে না পড়েন, সে বিষয়ে বারবার জোর দিয়েছে ব্রিটিশ হাইক‌মিশন।