বুধবার ৩ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ:
খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত ডিভাইস শিল্পের বিনিয়োগ সুরক্ষা দেবে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট, বৃহস্পতিবার থেকেই পাওয়া যাবে জননিরাপত্তা জোরদারে ডিজিটাল ও কমিউনিটি কৌশল গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের বাংলাদেশ আমদানি বন্ধ রাখায় বিপাকে ভারত, সীমান্তে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ২ রুপিতে! দেশের অর্থনীতি কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি, কাজ করার সুযোগ আছে: বাণিজ্য সচিব অবৈধ মাছ ধরা বন্ধে বৈশ্বিক সহযোগিতা জরুরি: মৎস্য উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর অনুকূল পরিবেশ তৈরির তাগিদ ইইউর শাহরুখ খানের মার্কশিট ভাইরাল: কোন বিষয়ে কত নম্বর পেয়েছিলেন বলিউড বাদশা?

ব্রিটিশ হাইক‌মিশনের কঠোর সতর্কবার্তা: ভিসা পেতে জাল কাগজপত্রে ১০ বছরের নিষেধাজ্ঞা

ঢাকা, নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করার সময় জাল বা ভুয়া কাগজপত্র জমা দেওয়ার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন। এই অপরাধ প্রমাণিত হলে আবেদনকারীর ওপর ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) এক সতর্কবার্তায় এই ঘোষণা দেয় ব্রিটিশ হাইকমিশন।সতর্কবার্তায় সুস্পষ্টভাবে বলা হয়: “যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করার সময় জাল কাগজপত্র জমা দিলে ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। সব সময় বৈধ কাগজপত্র জমা দিন, এ বিষয়ে কোনো ঝুঁকি নেবেন না।”

ভিসা নিশ্চিতকরণের নামে প্রতারণা থেকে সাবধান: এর পাশাপাশি, হাইকমিশন আরও জানিয়েছে যে যুক্তরাজ্যের কোনো ভিসা বা ইলেকট্রনিক ট্র্যাভেল অথোরাইজেশন (ইটিএ) কখনোই ‘গ্যারান্টিযুক্ত’ নয়। তাই ভিসা নিশ্চিত করে দেওয়ার নাম করে যারা ফোন, ই-মেইল বা টেক্সট বার্তার মাধ্যমে যোগাযোগ করছে, তাদের সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।

হাইকমিশন দৃঢ়ভাবে বলেছে, কেউ যদি দাবি করে যে তারা যুক্তরাজ্যের ভিসা নিশ্চিত করে দিতে পারবে, তবে এটি নিঃসন্দেহে প্রতারণা।ভিসা প্রার্থীরা যাতে সঠিক এবং বৈধ প্রক্রিয়ায় আবেদন করেন এবং কোনো প্রকার প্রতারণার ফাঁদে না পড়েন, সে বিষয়ে বারবার জোর দিয়েছে ব্রিটিশ হাইক‌মিশন।