রবিবার ১২ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা লোকসানে ডেসকো: দুই বছরে ৬৩০ কোটি টাকা ক্ষতি, ফের লভ্যাংশ বঞ্চিত বিনিয়োগকারীরা ডিসেম্বরের মধ্যে বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে তিন বন্দর টার্মিনাল: নৌ সচিব ট্রাম্পের এক ঘোষণায় ২ ট্রিলিয়ন ডলার বাজারমূলধন উধাও: যুক্তরাষ্ট্র পুঁজিবাজারে বড় পতন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক দূতের বৈঠক মিরসরাই ইকোনমিক জোনসহ সব অর্থনৈতিক অঞ্চলে ট্রেন যোগাযোগ স্থাপনের উদ্যোগ জেপি মরগ্যান সিইও’র সতর্কবার্তা: ৬ মাস থেকে ২ বছরের মধ্যে মার্কিন শেয়ারবাজারে বড় ধস নামতে পারে বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে আরো ২০৮ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক সূদের হার কমানো ও রপ্তানি সহায়তা তহবিল বৃদ্ধির তাগিদ: গভর্নরের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এফবিসিসিআই‘র ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক

টানা লোকসানে ডেসকো: দুই বছরে ৬৩০ কোটি টাকা ক্ষতি, ফের লভ্যাংশ বঞ্চিত বিনিয়োগকারীরা

ঢাকা, ১২ অক্টোবর: বিদ্যুৎ বিতরণকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) টানা তিন বছর ধরে লোকসানের মুখে পড়েছে। সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, বিদ্যুৎের দাম বাড়ার পরও গত দুই অর্থবছর মিলিয়ে কোম্পানিটির নিট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬৩০ কোটি টাকা।

আজ রোববার (১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সারসংক্ষেপে লোকসানের এই তথ্য জানা যায়।লোকসানের কারণে আগের বছরের ধারাবাহিকতায় সর্বশেষ সমাপ্ত অর্থবছরেও পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানিটি বিনিয়োগকারীদের লভ্যাংশ বঞ্চিত করেছে।

লোকসানের চিত্র আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ডেসকোর কর পরবর্তী নিট লোকসান হয়েছে ১২৫ কোটি ২৩ লাখ টাকা, যা শেয়ারপ্রতি লোকসান ৩ টাকা ১৫ পয়সা।এর আগের অর্থবছরে (২০২৩-২৪) কোম্পানিটির নিট লোকসান ছিল এর চেয়েও অনেক বেশি ৫০৫ কোটি ৫৬ লাখ টাকা, যা ছিল শেয়ারপ্রতি ১২ টাকা ৭২ পয়সা।

যদিও সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে লোকসানের বোঝা আগের বছরের এক-চতুর্থাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে কোম্পানিটি, তবুও লোকসানের ধারাবাহিকতা থেকে তারা এখনও বের হতে পারেনি।

উল্লেখ্য, লোকসানের এই প্রবণতা শুরু হয় ২০২২-২৩ অর্থবছরে, যখন কোম্পানিটি শেয়ারপ্রতি ১৩ টাকা ৬১ পয়সা হিসাবে মোট ৫৪১ কোটি ২১ লাখ টাকা নিট লোকসান করেছিল। বিনিয়োগকারী বঞ্চিত টানা লোকসানের কারণে সর্বশেষ সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডেসকো, যা আগের অর্থবছরের ধারাবাহিকতা।

প্রসঙ্গত, ২০২২-২৩ অর্থবছরেও কোম্পানিটি তার শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল। এমনকি তার আগের আট বছরের মধ্যে এক বছর ১২ শতাংশ বাদে প্রতি বছরই তারা ধারাবাহিকভাবে ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছিল।