রবিবার ১২ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা লোকসানে ডেসকো: দুই বছরে ৬৩০ কোটি টাকা ক্ষতি, ফের লভ্যাংশ বঞ্চিত বিনিয়োগকারীরা ডিসেম্বরের মধ্যে বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে তিন বন্দর টার্মিনাল: নৌ সচিব ট্রাম্পের এক ঘোষণায় ২ ট্রিলিয়ন ডলার বাজারমূলধন উধাও: যুক্তরাষ্ট্র পুঁজিবাজারে বড় পতন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক দূতের বৈঠক মিরসরাই ইকোনমিক জোনসহ সব অর্থনৈতিক অঞ্চলে ট্রেন যোগাযোগ স্থাপনের উদ্যোগ জেপি মরগ্যান সিইও’র সতর্কবার্তা: ৬ মাস থেকে ২ বছরের মধ্যে মার্কিন শেয়ারবাজারে বড় ধস নামতে পারে বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে আরো ২০৮ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক সূদের হার কমানো ও রপ্তানি সহায়তা তহবিল বৃদ্ধির তাগিদ: গভর্নরের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এফবিসিসিআই‘র ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ঢাকায় এফএও’র পোস্টার প্রতিযোগিতা

ঢাকা: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বাংলাদেশে বিশ্ব খাদ্য দিবস-২০২৫ উদযাপন এবং বৈশ্বিক খাদ্য ব্যবস্থার রূপান্তরে সচেতনতা বাড়াতে ঢাকার বিভিন্ন স্কুলের প্রায় ১০০ শিক্ষার্থীকে নিয়ে একটি পোস্টার প্রতিযোগিতার আয়োজন করেছে।

সম্প্রতি (২৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এফএও সদর দপ্তর, রোম থেকে শুরু হওয়া বৈশ্বিক প্রচারণার অংশ হিসেবে এটির আয়োজন করা হয় বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই আয়োজনে ‘ভালো খাদ্য এবং ভালো ভবিষ্যতের জন্য হাতে হাত’ (Hand in Hand for Better Foods and a Better Future) – বিশ্ব খাদ্য দিবসের এই মূল প্রতিপাদ্যটি তুলে ধরা হয়, যা একইসাথে এফএও’র ৮০তম বার্ষিকীকেও চিহ্নিত করছে। এই প্রতিপাদ্যটি সকলের জন্য স্বাস্থ্যকর, টেকসই এবং সহজলভ্য খাদ্য নিশ্চিত করতে এবং খাদ্য ব্যবস্থায় পরিবর্তন আনতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দিয়ে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানায়।

প্রতিযোগিতার বিবরণ

প্রায় ১০০ জন শিক্ষার্থী প্রাথমিক, জুনিয়র এবং মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক—এই তিন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেয়। আয়োজনের সময় প্রতিযোগীরা নিরাপদ খাদ্য সম্পর্কে জানতে ইন্টারঅ্যাকটিভ শিক্ষামূলক গেমসেও অংশ নেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের দুজন শিক্ষক এবং কৃষি মন্ত্রণালয়ের (MoA) একজন প্রতিনিধির সমন্বয়ে গঠিত একটি জুরি বোর্ড অংশগ্রহণকারীদের কাজগুলো মূল্যায়ন করবে।

প্রতিটি গ্রুপ থেকে তিনজন করে মোট নয়জন বিজয়ীকে ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালনের দিনে পুরস্কৃত করা হবে। কৃষি মন্ত্রণালয় ও এফএও’র যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য সেমিনারে এই পুরস্কার বিতরণ করা হবে। বিজয়ী পোস্টারগুলো পরবর্তীতে বিশ্ব খাদ্য দিবসের বৈশ্বিক পোস্টার প্রতিযোগিতায় জমা দেওয়া হবে।

এফএও জানিয়েছে, এই প্রতিযোগিতা একটি ন্যায্য, সবুজ এবং ক্ষুধামুক্ত বিশ্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ একটি সচেতন প্রজন্ম গড়ে তুলতে ভূমিকা রাখবে।