সোমবার ১২ মে, ২০২৫
সর্বশেষ:
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসব শ্রমিক সংকটে দিশেহারা দেওয়ানগঞ্জের কৃষক, ১মণ ধানেও মিলছে না ১ জন কামলা যে কোন ব্যাংক অধিগ্রহণের ক্ষমতা রেখে ‘ব্যাংক অর্ডিন্যান্স ২০২৫’ জারি ১০ দুর্বল ব্যাংক ১.৩ লাখ কোটি টাকার খেলাপি ঋণ নিয়ে ধুকছে: সংস্কার সত্ত্বেও সামান্য অগ্রগতি, একীভূত করার পরিকল্পনা আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এনসিপির নেতৃত্বে বিক্ষোভকারীরা শাহবাগ অবরোধ এই গ্রীষ্মের গরমে দিনে সূর্যের  তাপে কাজ করার সময় প্রয়োজনীয় স্বাস্থ্য সচেতনতা ৯ মাসে মুদ্রাস্ফীতি ১৪.৫ থেকে কমে ৮.৫ শতাংশে: গভর্নর আহসান মনসুর ব্র্যাক ব্যাংকের বরখাস্ত কর্মীরা বাংলা একাডেমী এর কাছে গভর্নরের গাড়ি অবরোধ করে ভারত-পাকিস্তান যুদ্ধ প্রতিবেশী দেশগুলির ব্যবসাকে প্রভাবিত করবে: বিকেএমইএ সভাপতি হাতেম

বিজিএমইএ নির্বাচন ২০২৫-২৭: আবুল কালামের নেতৃত্বে সম্মিলিত পরিষদের শক্তিশালী প্যানেল ঘোষণা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

ঢাকা, মে ৭: তৈরি পোশাক শিল্পের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) আগামী ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনে সম্মিলিত পরিষদ একটি শক্তিশালী প্যানেল ঘোষণা করেছে। ৩৫ সদস্যের এই প্যানেলের নেতৃত্ব দেবেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম।

এই প্যানেলে বিজিএমইএর দুই প্রাক্তন সভাপতি ফারুক হাসান ও খন্দকার রফিকুল ইসলামও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মঙ্গলবার বিজিএমইএর নির্বাচন পরিচালনা বোর্ড প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে।এর আগে সম্মিলিত পরিষদের ৪৩ জন প্রার্থী ৪৪টি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

দলীয় সিদ্ধান্তের কারণে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে অন্যরা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন।ঢাকা অঞ্চলের ২৬টি পরিচালক পদের জন্য অন্যান্য প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন – বিজিএমইএর সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, সাবেক সহ-সভাপতি আসিফ আশরাফ, সাবেক সহ-সভাপতি মোঃ মশিউল আজম, মুস্তাজিরুল শোভন ইসলাম, ফিরোজ আলম, মোহাম্মদ সোহেল সাদাত, সৈয়দ সাদেক আহমেদ, মোঃ আশিকুর রহমান (তুহিন), মোঃ নুরুল ইসলাম ও মোঃ শাহাদাত হোসেন।এছাড়াও এই প্যানেলে রয়েছেন মোঃ মহিউদ্দিন রুবেল, মোঃ রেজাউল আলম মিরু, মোহাম্মদ কামাল উদ্দিন, সাইফুদ্দিন সিদ্দিকী সাগর, আবরার হোসেন সায়েম, তামান্না ফারুক থিমা, মির্জা ফাইয়াজ হোসেন, হেলাল উদ্দিন আহমেদ, লিথি মুনতাহা মহিউদ্দিন, একেএম আজিমুল হাই, মঞ্জুরুল ফয়সাল হক, এস এম মনিরুজ্জামান ও মোঃ রাশেদুর রহমান।

চট্টগ্রাম অঞ্চলের ৯ জন প্রার্থীর নেতৃত্ব দেবেন ইন্ডিপেনডেন্ট অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু তৈয়ব। অন্য প্রার্থীরা হলেন – বিজিএমইএর সাবেক সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, মোহাম্মদ মুসা, অঞ্জন শেখর দাস, নাফিদ নাবি, সৈয়দ মোহাম্মদ তানভীর, মোস্তফা সারোয়ার রিয়াদ, মোঃ আবসার হোসেন ও গাজী মোঃ শহীদ উল্লাহ।নির্বাচনের তফসিল অনুযায়ী, চূড়ান্ত প্রার্থী তালিকা ৮ মে ২০২৫ তারিখে প্রকাশ করা হবে। ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে আগামী ৩১ মে ২০২৫ তারিখে একযোগে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।প্যানেল ঘোষণার পর মোঃ আবুল কালাম বলেন, পোশাক শিল্পের উন্নয়নে অভিজ্ঞ ও তরুণ উদ্যোক্তাদের সমন্বয়ে একটি শক্তিশালী প্যানেল গঠন করা হয়েছে। এই প্যানেল সদস্যদের স্বার্থ রক্ষা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং বাস্তবভিত্তিক নীতিমালা প্রণয়নে কাজ করবে। সম্মিলিত পরিষদ তৈরি পোশাক শিল্পের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিজিএমইএ নির্বাচনের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন সাবেক সভাপতি ফারুক হাসান এবং চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন নাসির উদ্দিন চৌধুরী।

আরও পড়ুন