মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫
সর্বশেষ:
আর্থিক অনিয়মের অভিযোগের মধ্যে ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান মাসুদের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা শেয়ারবাজারে দুষ্টচক্র তৈরি হয়েছে, মানুষের আস্থা ফেরাতে দরকার সরকারি উধ্যোগ:সাবেক মন্ত্রি আমীর খসরু<gwmw style="display:none;"></gwmw> সরকার যখন বাজার থেকে মূলধন সংগ্রহ করবে, তখন পুঁজিবাজার আস্থা অর্জন করবে: আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি খুবই ভালো অবস্থায়: বিশ্বব্যাংক বিজিএমইএ এবং আইবিসিভূক্ত শ্রমিক সংগঠনগুলোর মতবিনিময় সভায় পোশাকশিল্পে সুষ্ঠূ ও স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখতে অঙ্গীকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আষাঢ় পার্বণ’ উৎসব উদযাপিত নিউ মুরিং টার্মিনালে দৈনিক গড় কন্টেইনার হ্যান্ডলিং বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক সময়ে ডলারের দাম প্রায় ৩ টাকা কমে যাওয়ায় বাংলাদেশি টাকা শক্তিশালী হচ্ছে বাংলাদেশ ব্যাংককে আমদানি-রপ্তানি লেনদেনের ক্ষেত্রে কঠোরভাবে ইউআরসি অনুসরণের নির্দেশ

আবদুল মান্নান সেন্ট্রাল শরীয়াহ বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত

ঢাকা, এপ্রিল ২৬: সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।

সম্প্রতি ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের নির্বাহী কমিটির ৬৯তম সভায় এই সিদ্ধান্ত হয়।

মোহাম্মদ আবদুল মান্নান ইসলামিক ব্যাংক কনসালটেটিভ ফোরামের চেয়ারম্যান এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির তিন মেয়াদে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর দায়িত্ব পালনকারী মোহাম্মদ আবদুল মান্নান ‘সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ইসলামিক ব্যাংকিং অ্যাওয়ার্ড’ ছাড়াও এশিয়া প্যাসিফিক ও গালফ অঞ্চলের সাড়ে ১১ হাজার ব্যাংকের প্রধান নির্বাহীদের মধ্যে ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালের জন্য শ্রেষ্ঠ প্রধান নির্বাহী হিসেবে ‘এশিয়ান ব্যাংকার সিইও লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ লাভ করেন। পাশাপাশি তিনি রেমিট্যান্স অ্যাম্বাসেডর অব বাংলাদেশ অ্যাওয়ার্ড, ‘সাদাত প্যাটেল অ্যাওয়ার্ড’সহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।

সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা, অগ্রণী ব্যাংক পিএলসি ও দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি মোহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নদভী, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মাওলানা শাহ্ মোহাম্মদ ওয়ালী উল্লাহ, ইউনিয়ন ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. রশীদ উদ্দিন আহমেদ, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া এবং বোর্ডের নির্বাহী কমিটির সদস্য সচিব ও সেক্রেটারি জেনারেল মো. আবদুল্লাহ শরীফ সভায় উপস্থিত ছিলেন।