সোমবার ৮ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ:
৫ ব্যাংক একীভূত করে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’ প্রতিষ্ঠা: মূলধন জোগান দেবে সরকার ২২ বাংলাদেশি পেলেন যুক্তরাজ্যের শেভেনিং বৃত্তি; পরবর্তী শিক্ষাবর্ষের আবেদন শুরু বেকারত্ব এখন মহামারি পর্যায়ে: ড. হোসেন জিল্লুর রহমান পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বিজিএমইএ’র নীতি সহায়তা ও বন্ড পরিষেবা সহজীকরণের অনুরোধ পোশাক খাতের ব্যবসায়ীরা ঋণখেলাপিদের জন্য সহজ বহির্গমন নীতি চেয়েছেন এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বসতে বিজিএমইএকে অনুরোধ করেছেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন আগস্ট মাসে বাংলাদেশের পারচেজিং ম্যানেজারস’ ইনডেক্স (PMI) জুলাই মাসের তুলনায় ৩.২ পয়েন্ট কমেছে। ওয়ালমার্ট ও টার্গেটের বিরুদ্ধে পোশাকের মূল্য ট্যাগ সরিয়ে ফেলার অভিযোগ বাংলাদেশে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে প্রতি বছরের সিএসআর বাজেট জমা দেয়ার নির্দেশ

দুর্বল ব্যাংকের আমানত ইতিবাচক প্রবণতায় ফিরছে, কেউ আতঙ্কিত হবেন না: গভর্নর আহসান মনসুর

ঢাকা, সেপ্টেম্বর ২৪: বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ডঃ আহসান এইচ মনসুর বলেছেন যে ব্যাংকিং খাত নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই কারণ সমস্যাগ্রস্থ ব্যাংকগুলি আর দুর্বৃত্ত মালিকানার অধীনে নেই এবং আমানত এখন ইতিবাচক প্রবণতায় ফিরে আসছে।

তিনি আরও বলেন, বর্তমানে তারল্য সংকটের মুখে থাকা এসব ব্যাংকের নিট আমানত ইতিবাচক। তিনি গ্রাহকদের এ সময় ব্যাংক থেকে অপ্রয়োজনীয় টাকা তোলা থেকে বিরত থাকার পরামর্শ দেন।তিনি উল্লেখ করেন, গতকাল (২২ সেপ্টেম্বর) এসব ব্যাংকের নিট আমানত ৮১০ কোটি টাকা পজিটিভ ছিল। অর্থাৎ, টাকা তোলার পরিমাণ আমানতের পরিমাণের চেয়ে কম।সোমবার রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা বলেন।ড. মনসুর বলেন, ব্যাংক বন্ধ নয়, তবে কিছু ছোট ব্যাংককে একীভূত করার চিন্তাভাবনা রয়েছে। পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে।তিনি বলেন, আগামী মার্চ-এপ্রিলের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় হবে।ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংক চলতি সপ্তাহে আবারও নীতিগত হার বাড়াবে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। এরপর আগামী মাসে আরও কিছুটা বাড়বে। বর্তমানে পলিসি সুদের হার ৯ শতাংশে দাঁড়িয়েছে।