রবিবার ৭ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ:
কোনো ব্যাংকের মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলে ডিভিডেন্ড ও বোনাস দেওয়া যাবে না: গভর্নর আহসান এইচ মনসুর খেলাপির সংস্কৃতি নেই, তবুও এসএমই’র প্রধান চ্যালেঞ্জ ঋণপ্রাপ্তি, নীতিমালা সহজ করতে বললেন বিশেষজ্ঞরা ইইউ’র পণ্য সরবরাহে নতুন ডিউ ডিলিজেন্স আইন: চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের পোশাক শিল্পে আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা বাংলাদেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে স্টারলিংকের অনুমোদিত রিসেলার হলো রবি শ্রম আইন সংস্কারে বাস্তবসম্মত ও বাস্তবভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান নিয়োগকর্তাদের পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে আর্থিক বরাদ্ধ প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি বিজিএমইএ’র কৃতজ্ঞতা সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায় ৪৯তম স্থানে নেমে গেলেন আজিজ খান বাংলাদেশকে দক্ষতায় এগিয়ে নিতে এক লাখ শিক্ষার্থীকে ডিজিটাল স্কিলস প্রশিক্ষণ দেবে সরকার সমুদ্রই হবে বিশ্ব বাণিজ্যের পথে বাংলাদেশের মহাসড়ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

ঢাবি গবেষণা সংসদের নবীন বরণ অনুষ্ঠিত

ঢাকা, এপ্রিল ২২: ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (ডিইউআরএস)-এর নবীন বরণ মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ডিইউআরএস-এর সভাপতি ফাহিম হাসান মাহদীর সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের মডারেটর ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মু. মনজুরুল করিম, দি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস-এর কান্ট্রি ডিরেক্টর তানিয়েল বেদিয়া তাইসি (ঞধহুবষ ইবফরধ ঞধুংর), ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সিনিয়র রিসার্চ ফেলো কাজী সামিও শীশ, ডিইউআরএস-এর প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডিইউআরএস-এর সাধারণ সম্পাদক শাহরিয়ার নাজিম সীমান্ত ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, আন্তর্জাতিক র‌্যাঙ্কিং-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানের উন্নয়ন ঘটাতে শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। এক্ষেত্রে আমাদের সকল সীমাবদ্ধতা ও দৈন্যতা অতিক্রম করতে হবে। গবেষণার অনুকূল ও উপযুক্ত পরিবেশ তৈরি এবং গবেষণার সংস্কৃতি ও চর্চা বজায় রাখার উপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমাজে একটি প্রচলিত ধারণা রয়েছে যে, শুধু শিক্ষক ও গবেষকবৃন্দ গবেষণা করবেন। এই ধারণা থেকে বের হয়ে আন্ডারগ্র্যাজুয়েট পর্যায় থেকেই গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।