বৃহস্পতিবার ২৪ জুলাই, ২০২৫
সর্বশেষ:
বাংলাদেশ ব্যাংকের কর্মীদের পোশাকে নতুন বিধিনিষেধ: নিষিদ্ধ ছোট হাতা ও লেগিং অধ্যাপক ড. এম জুবাইদুর রহমান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান নির্বাচিত গত অর্থ বছরে, বেপজা’র রপ্তানি ১৬.২২ শতাংশ প্রবৃদ্ধি, নতুন কর্মসংস্থান ৩৩ হাজার<gwmw style="display:none;"></gwmw> বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের প্রায় ৭৫% পাচার হয়েছে বাণিজ্য ভুল চালানের মাধ্যমে: বিআইবিএম সমীক্ষা ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি চারুকলা অনুষদে সেমিনার ও শিল্পকর্ম প্রদর্শনী জুলাই মাসের ২১ দিনে বাংলাদেশ ১.৭০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম-এরশিক্ষার্থীদের ডিএসই পরিদর্শন মার্কিন ৩৫ শতাংশ শুল্ক আরোপ: বাংলাদেশের উৎপাদন খাতে অনিশ্চয়তা একিউআর পদ্ধতি ৬টি ইসলামী ব্যাংকের লুকানো খেলাপি ঋণের পরিমাণ আগের তুলনায় ৪ গুণ বেশি খুঁজে পেয়েছে

ঢাবি গবেষণা সংসদের নবীন বরণ অনুষ্ঠিত

ঢাকা, এপ্রিল ২২: ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (ডিইউআরএস)-এর নবীন বরণ মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ডিইউআরএস-এর সভাপতি ফাহিম হাসান মাহদীর সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের মডারেটর ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মু. মনজুরুল করিম, দি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস-এর কান্ট্রি ডিরেক্টর তানিয়েল বেদিয়া তাইসি (ঞধহুবষ ইবফরধ ঞধুংর), ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সিনিয়র রিসার্চ ফেলো কাজী সামিও শীশ, ডিইউআরএস-এর প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডিইউআরএস-এর সাধারণ সম্পাদক শাহরিয়ার নাজিম সীমান্ত ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, আন্তর্জাতিক র‌্যাঙ্কিং-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানের উন্নয়ন ঘটাতে শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। এক্ষেত্রে আমাদের সকল সীমাবদ্ধতা ও দৈন্যতা অতিক্রম করতে হবে। গবেষণার অনুকূল ও উপযুক্ত পরিবেশ তৈরি এবং গবেষণার সংস্কৃতি ও চর্চা বজায় রাখার উপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমাজে একটি প্রচলিত ধারণা রয়েছে যে, শুধু শিক্ষক ও গবেষকবৃন্দ গবেষণা করবেন। এই ধারণা থেকে বের হয়ে আন্ডারগ্র্যাজুয়েট পর্যায় থেকেই গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।