শনিবার ২৬ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:
বিদ্যুৎ কেন্দ্র পরিচালনাকারীদের সাথে বিদ্যুৎ হার পুনর্বিবেচনার চেষ্টা করছে সরকার: জ্বালানি উপদেষ্টা বিজিএমইএ নির্বাচনে দুই প্যানেলের মনোনয়নপত্র জমা আবদুল মান্নান সেন্ট্রাল শরীয়াহ বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত গোলাম মঈন উদ্দিন অ্যাপেক্স ফুটওয়্যারের নতুন চেয়ারম্যান নির্বাচিত কাতারের প্রবাসীরা সংস্কার চান, অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারন্যাশনাল চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডে’ উদযাপন সফেদা ফলের পুষ্টি উপাদান ও স্বাস্থ্য উপকারিতা প্রথমবারের মতো মোবাইল ব্যালেন্স দিয়ে হজ রোমিং প্যাক কেনার সুবিধা আনল গ্রামীণফোন আপনারা আমাদের অবস্থান আরও শক্তিশালী করছেন, প্রফেসর ইউনূস প্রবাসীদের উদ্দেশ্যে বলেন

আবদুল মান্নান সেন্ট্রাল শরীয়াহ বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

ঢাকা, এপ্রিল ২৬: সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।

সম্প্রতি ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের নির্বাহী কমিটির ৬৯তম সভায় এই সিদ্ধান্ত হয়।

মোহাম্মদ আবদুল মান্নান ইসলামিক ব্যাংক কনসালটেটিভ ফোরামের চেয়ারম্যান এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির তিন মেয়াদে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর দায়িত্ব পালনকারী মোহাম্মদ আবদুল মান্নান ‘সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ইসলামিক ব্যাংকিং অ্যাওয়ার্ড’ ছাড়াও এশিয়া প্যাসিফিক ও গালফ অঞ্চলের সাড়ে ১১ হাজার ব্যাংকের প্রধান নির্বাহীদের মধ্যে ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালের জন্য শ্রেষ্ঠ প্রধান নির্বাহী হিসেবে ‘এশিয়ান ব্যাংকার সিইও লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ লাভ করেন। পাশাপাশি তিনি রেমিট্যান্স অ্যাম্বাসেডর অব বাংলাদেশ অ্যাওয়ার্ড, ‘সাদাত প্যাটেল অ্যাওয়ার্ড’সহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।

সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা, অগ্রণী ব্যাংক পিএলসি ও দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি মোহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নদভী, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মাওলানা শাহ্ মোহাম্মদ ওয়ালী উল্লাহ, ইউনিয়ন ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. রশীদ উদ্দিন আহমেদ, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া এবং বোর্ডের নির্বাহী কমিটির সদস্য সচিব ও সেক্রেটারি জেনারেল মো. আবদুল্লাহ শরীফ সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন