সোমবার ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ:
গণভোটের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে: তথ্য উপদেষ্টা পল্লী বিদ্যুতের ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে যাবে ‘হ্যাঁ’ লিফলেট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মো. কাওসার আলম জলবায়ু পরিবর্তন ও ট্রাম্প: গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি বনাম বাস্তবতা গ্রিনল্যান্ড কিনতে ইউরোপীয় দেশগুলোর ওপর ট্রাম্পের ১০% শুল্ক আরোপের ঘোষণা লগারহেড কচ্ছপ ‘গুমুশ’-এর বিস্ময়কর যাত্রা: সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধিই কি কারণ?

চীনা নৌবাহিনীতে অত্যাধুনিক ‘টাইপ ০৫২ডি’ ডেস্ট্রয়ার ‘লাউডি’র অন্তর্ভুক্তি

চীনা নৌবাহিনীতে অত্যাধুনিক ‘টাইপ ০৫২ডি’ ডেস্ট্রয়ার ‘লাউডি’র অন্তর্ভুক্তি

আন্তর্জাতিক ডেস্ক – চীনের পিপলস লিবারেশন আর্মি (PLA) নৌবাহিনী তাদের বহরে নতুন প্রজন্মের একটি ‘টাইপ ০৫২ডি’ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার যুক্ত করেছে। ‘লাউডি’ (Loudi) নামের এই রণতরীটি উন্নত রাডার, শক্তিশালী অস্ত্রভাণ্ডার এবং আধুনিক নেটওয়ার্ক সিস্টেমে সজ্জিত, যা আঞ্চলিক বিমান প্রতিরক্ষা ও সমুদ্রপথে আক্রমণ সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি, ২০২৬) চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি (CCTV)-র সামরিক চ্যানেলে ১৭৬ হাল নম্বরধারী এই রণতরীটির কমিশন করার খবরটি নিশ্চিত করা হয়।

রণতরীটির বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত রাডার সিস্টেম: সামরিক বিশেষজ্ঞদের মতে, এই সংস্করণে একটি নতুন ‘ডুয়াল-ফেস রোটেটিং একটিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানড অ্যারে’ (AESA) রাডার ব্যবহার করা হয়েছে। এটি আগের মডেলগুলোর তুলনায় লক্ষ্যবস্তু শনাক্তকরণে অনেক বেশি নির্ভুল ও দ্রুত।

বহুমাত্রিক সক্ষমতা: রণতরীটি দীর্ঘ পাল্লার আক্রমণ পরিচালনার পাশাপাশি বন্ধুত্বপূর্ণ জাহাজগুলোকে শত্রুসেনার আক্রমণ থেকে সুরক্ষা দিতে সক্ষম।

কমান্ড ও কন্ট্রোল: এতে থাকা নতুন আর্কিটেকচার এবং সিস্টেম এটিকে নৌ-টাস্ক ফোর্সের কমান্ড সেন্টার হিসেবে কাজ করার বিশেষ সক্ষমতা প্রদান করেছে।

রণতরীটির একজন ক্রু সদস্য ঝাং শেংওয়ে সিসিটিভি-কে জানান, “নতুন এই যুদ্ধজাহাজটি আকাশ প্রতিরক্ষা এবং সমুদ্র আক্রমণে অত্যন্ত শক্তিশালী। এটি একইসাথে আক্রমণের জন্য একটি ‘ধারালো তলোয়ার’ এবং প্রতিরক্ষার জন্য একটি ‘দৃঢ় ঢাল’ হিসেবে কাজ করবে।”

উল্লেখ্য যে, ২০১৪ সালে চীনের প্রথম টাইপ ০৫২ডি ডেস্ট্রয়ার ‘কুনমিং’ সার্ভিসে আসার পর থেকে চীন ধারাবাহিকভাবে এই শ্রেণীর জাহাজের আধুনিকায়ন করে আসছে। এই নতুন অন্তর্ভুক্তি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তিরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা।