নিজস্ব প্রতিবেদক, ঢাকা :দেশের নন-লাইফ বিমা খাতে ব্যক্তিগত এজেন্টের মাধ্যমে ব্যবসা পরিচালনা ও কমিশন প্রদানের পথ বন্ধ হচ্ছে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এক যুগান্তকারী নির্দেশনায় এই খাতের সকল ব্যক্তিগত বিমা এজেন্টের লাইসেন্স স্থগিত করেছে।
আগামীকাল ১ জানুয়ারি ২০২৬ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে নতুন বছরের প্রথম দিন থেকেই বিমা কোম্পানিগুলোর জন্য ব্যক্তিগত এজেন্টদের কমিশন দেওয়ার আর কোনো আইনগত সুযোগ থাকছে না।
আইডিআরএ-র নির্দেশনা:
গত ২৩ ডিসেম্বর আইডিআরএ (IDRA) কর্তৃক জারি করা এক সার্কুলারে (নম্বর: নন-লাইফ-১০৯/২০২৫) জানানো হয় যে, নন-লাইফ বিমাকারীদের অধীনে থাকা সকল ব্যক্তিগত বিমা এজেন্টের লাইসেন্স স্থগিত করা হয়েছে। কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, যেহেতু ১ জানুয়ারি থেকে এই লাইসেন্সগুলো আর কার্যকর থাকবে না, তাই তাদের কোনো প্রকার কমিশন বা আর্থিক সুবিধা দেওয়া যাবে না।
আইনি বাধ্যবাধকতা:
বিমা আইন, ২০১০-এর ৫৮(১) ধারা অনুযায়ী, অনুমোদিত বিমা এজেন্ট ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে কমিশন, পারিশ্রমিক বা পারিতোষিক পরিশোধ করার কোনো সুযোগ নেই। এই আইনি কাঠামো নিশ্চিত করতেই কর্তৃপক্ষ এমন কঠোর অবস্থান নিয়েছে।
কঠোর শাস্তির হুঁশিয়ারি:
আইডিআরএ জানিয়েছে, যদি কোনো বিমা কোম্পানি এই নির্দেশনা অমান্য করে কোনো ব্যক্তিকে কমিশন প্রদান করে, তবে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্যমান বিমা আইন ও বিধিমালা অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সব নন-লাইফ বিমাকারী প্রতিষ্ঠানকে এই কমিশন নিষিদ্ধ সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে পরিপালন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে বিমা খাতে স্বচ্ছতা বাড়বে এবং অসুস্থ প্রতিযোগিতা হ্রাস পাবে।