নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সেখানে নতুন প্রশাসক বসিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সংগঠনটির অভ্যন্তরীণ বিধিমালার ব্যত্যয় ঘটায় ‘বাণিজ্য সংগঠন আইন, ২০২২’-এর ধারা ১৭ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালক ও সরকারের যুগ্মসচিব মাহমুদুল হাসান বিসিডিএস-এর নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। গত বুধবার (১৭ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
কেন এই সিদ্ধান্ত?
প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, বিসিডিএস-এর বর্তমান কমিটির কার্যক্রম নিয়ে সংক্ষুব্ধ পক্ষ থেকে একটি আপিল আবেদন দাখিল করা হয়েছিল। এর আগে উচ্চ আদালতের রিট পিটিশন (নং-৬৪৫১/২০২৫)-এর আদেশে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে বিষয়টি নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়। আপিল শুনানিতে প্রমাণিত হয় যে, সমিতিটি তাদের নিজস্ব সংঘস্মারক ও বিধিমালার ১৬ (ক) ও ১৬ (খ) ধারা লঙ্ঘন করে পরিচালিত হচ্ছিল। ফলশ্রুতিতে বিদ্যমান কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।
১২০ দিনের মধ্যে নির্বাচন
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, নবনিযুক্ত প্রশাসককে আগামী ১২০ দিনের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। নির্বাচন শেষে জয়ী নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে তিনি মন্ত্রণালয়কে বিস্তারিত অবহিত করবেন। সংগঠনের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।