বুধবার ১০ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ:
বিএপিএলসির সভাপতি রিয়াদ মাহমুদ, সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ ঢাবিতে চার দিনব্যাপী বিআইআইটি-আইআইআইটি উইন্টার স্কুল শুরু চলতি বছরে ৩০ নভেম্বর পর্যন্ত জনশক্তি রপ্তানি ১০ লক্ষাধিক খ্যাতিমান অর্থনীতিবিদ মোহাম্মদ জহুরুল ইসলামের ইন্তেকাল: বিআইআইটি-এর শোক নতুন পাঠ্যবই মুদ্রণ ও বিতরণে বিঘ্নের আশঙ্কা নেই: সালেহউদ্দিন বাংলাদেশের ঐতিহাসিক শ্রম সংস্কার, বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ ফরেন এক্সচেঞ্জ বাজার স্থিতিশীল রাখতে ১৩ ব্যাংক থেকে ২০২ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক বিজিএমইএ এর স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ: আরও ৪টি হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর মিরসরাইয়ের বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানির ১০.৩২ মিলিয়ন ডলার বিনিয়োগ

ঢাবিতে চার দিনব্যাপী বিআইআইটি-আইআইআইটি উইন্টার স্কুল শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চার দিনব্যাপী ‘বিআইআইটি–আইআইআইটি উইন্টার স্কুল ২০২৫’ মঙ্গলবার, ৯ ডিসেম্বর শুরু হয়েছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) এর আয়োজনে এবং দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থট (আইআইআইটি), ঢাবি’র বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ ও দ্য ফেয়ারফ্যাক্স ইনস্টিটিউট এর সহযোগিতায় এটি অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠান

উইন্টার স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান ।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফজলে এলাহী, বিআইআইটি’র মহাপরিচালক প্রফেসর ড. এম. আবদুল আজিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবু সায়েম, বিআইআইটি’র একাডেমিক ফেলো ও নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের শিক্ষক ড. মুমতাহিনা, এবং বিআইআইটি’র ডেপুটি ডিরেক্টর ড. সৈয়দ শহীদ আহমেদ ।

উদ্দেশ্য ও অংশগ্রহণ

আয়োজকরা জানান, এই চার দিনের উইন্টার স্কুলটি তরুণ গবেষকদের মধ্যে সমন্বিত জ্ঞানচর্চা, চিন্তাশীলতা এবং ইসলামী বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের সঙ্গে আধুনিক জ্ঞানের সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে ।

এ বছর ২৫০টির বেশি আবেদন থেকে বাছাই করা ৭০ জন স্নাতকোত্তর শিক্ষার্থী, তরুণ গবেষক ও পেশাজীবীরা এতে অংশ নিয়েছেন।

প্রথম দিনের আলোচনা

প্রথম দিনব্যাপী বিভিন্ন সেশনে দেশি-বিদেশি খ্যাতিমান শিক্ষাবিদ ও চিন্তাশীল ব্যক্তিত্বরা বক্তব্য দেন । উল্লেখযোগ্য আলোচনার বিষয়বস্তু এবং বক্তারা ছিলেন:

  • আইআইআইটি’র সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. ওমর হাসান কাসুলি সিনিয়র আলোচনা করেন “ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলুশন এন্ড ইন্টিগ্রেশন অফ নলেজ” বিষয়ে।
  • দৈনিক আমার দেশ এর সম্পাদক ড. মাহমুদুর রহমান আলোচনা করেন “দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ মুসলিম বেঙ্গল” বিষয়ে।
  • প্রফেসর ড. এম. আবদুল আজিজ আলোচনা করেন “নলেজ, এডুকেশন এন্ড সিভিলাইজেশন” বিষয়ে।
  • ইউনিভার্সিটি অব সারাযেভো এর প্রফেসর ড. আহমেদ আলিবাসিচ ‘সেক্যুলারিজম, ইম্পেরিয়ালিজম এন্ড মডার্নিজম’ শীর্ষক আলোচনা উপস্থাপন করেন।

কর্মশালা ও সমাপ্তি

আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলমান এই স্কুলে ডিকলোনাইজেশন, রিসার্চ মেথড, ওয়ার্ল্ডভিউ, সমস্যা সমাধান, এআই ও প্রযুক্তি, ইসলামী জুরিসপ্রুডেন্স, অর্থনৈতিক চিন্তা এবং গবেষণার অগ্রাধিকারসহ সমসাময়িক নানা বিষয়ে বক্তৃতা ও কর্মশালা অনুষ্ঠিত হবে ।

আগামী ১২ ডিসেম্বর দিনব্যাপী রিভার ক্রুজ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রোগ্রামটি শেষ হবে ।