বুধবার ৩ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ:
খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত ডিভাইস শিল্পের বিনিয়োগ সুরক্ষা দেবে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট, বৃহস্পতিবার থেকেই পাওয়া যাবে জননিরাপত্তা জোরদারে ডিজিটাল ও কমিউনিটি কৌশল গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের বাংলাদেশ আমদানি বন্ধ রাখায় বিপাকে ভারত, সীমান্তে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ২ রুপিতে! দেশের অর্থনীতি কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি, কাজ করার সুযোগ আছে: বাণিজ্য সচিব অবৈধ মাছ ধরা বন্ধে বৈশ্বিক সহযোগিতা জরুরি: মৎস্য উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর অনুকূল পরিবেশ তৈরির তাগিদ ইইউর শাহরুখ খানের মার্কশিট ভাইরাল: কোন বিষয়ে কত নম্বর পেয়েছিলেন বলিউড বাদশা?

সিটি ব্যাংকের মাশরুর আরেফিন ‘সিইও অব দ্য ইয়ার-২০২৫’ পুরস্কারে ভূষিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সিটি ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাশরুর আরেফিন মর্যাদাপূর্ণ ‘সিইও অব দ্য ইয়ার-২০২৫’ পুরস্কারে ভূষিত হয়েছেন । বাংলাদেশ সি-স্যুইট অ্যাওয়ার্ডস-এর চতুর্থ আসরে আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে তাঁকে এই সম্মাননা দেওয়া হয় ।

দেশের আর্থিক খাতে তিন দশকেরও বেশি সময়ের অবদান এবং সিটি ব্যাংকে তাঁর অসাধারণ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তিনি এই পুরস্কার লাভ করেন

নেতৃত্বে প্রশংসনীয় সাফল্য

মাশরুর আরেফিনের নেতৃত্বে গত ছয় বছরে সিটি ব্যাংক বেশ কিছু প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে:

  • ব্যাংকের অপারেটিং মুনাফা ২০১৮ সালের ৬৯৯ কোটি টাকা থেকে ২০২৪ সালে বেড়ে ২,৩৫১ কোটি টাকায় দাঁড়িয়েছে ।
  • নেট মুনাফা ২০২ কোটি টাকা থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ১,০৮৫ কোটি টাকা হয়েছে ।
  • রিটার্ন অন ইক্যুইটি (RoE) ৮.২% থেকে বেড়ে ২৬.১%-এ পৌঁছেছে ।
  • ব্যাংকের মোট মূলধনও দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে ।
  • এই সাফল্যের পাশাপাশি, ২০২৪ সালে কেন্দ্রীয় ব্যাংক সিটি ব্যাংককে দেশের শীর্ষস্থানীয় ‘টেকসই ব্যাংক’ হিসেবেও ভূষিত করে ।

ডিজিটাল রূপান্তরে নেতৃত্ব

মাশরুর আরেফিন সিটি ব্যাংকের ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন । তিনি ‘সিটিটাচ’ প্ল্যাটফর্মকে আরও বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়া এবং ডিজিটাল নানা লোনের মতো যুগান্তকারী সমাধান বাস্তবায়নের মাধ্যমে দেশের আর্থিক অন্তর্ভুক্তিতে নতুন মাত্রা যোগ করেছেন

উল্লেখ্য, এর আগের বছরগুলিতে এই একই ক্যাটাগরিতে ইস্টার্ন ব্যাংকের সিইও আলী রেজা ইফতেখার, এমটিবিএল-এর সিইও সৈয়দ মাহবুবুর রহমান এবং বিকাশ-এর সিইও কামাল কাদীর এই পুরস্কারে সম্মানিত হয়েছিলেন