বুধবার ৩ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ:
খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত ডিভাইস শিল্পের বিনিয়োগ সুরক্ষা দেবে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট, বৃহস্পতিবার থেকেই পাওয়া যাবে জননিরাপত্তা জোরদারে ডিজিটাল ও কমিউনিটি কৌশল গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের বাংলাদেশ আমদানি বন্ধ রাখায় বিপাকে ভারত, সীমান্তে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ২ রুপিতে! দেশের অর্থনীতি কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি, কাজ করার সুযোগ আছে: বাণিজ্য সচিব অবৈধ মাছ ধরা বন্ধে বৈশ্বিক সহযোগিতা জরুরি: মৎস্য উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর অনুকূল পরিবেশ তৈরির তাগিদ ইইউর শাহরুখ খানের মার্কশিট ভাইরাল: কোন বিষয়ে কত নম্বর পেয়েছিলেন বলিউড বাদশা?

রাশিয়ায় ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড: বাংলাদেশ দলের ৬ সদস্যকে পরিচয় করিয়ে দেওয়া হলো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা, – আগামী ২৩ নভেম্বর থেকে ২ ডিসেম্বর রাশিয়ার সোচিতে অনুষ্ঠিতব্য ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও ২০২৫)-এ অংশগ্রহণের জন্য বাংলাদেশ দলের ৬ সদস্যকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে । অনূর্ধ্ব-১৬ বছর বয়সীদের মেধার এই বিশ্বমঞ্চে বিশ্বের ৩০টি দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে ।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের মাধ্যমে দেশজুড়ে বাছাইকৃত সেরা এই ছয়জন শিক্ষার্থী বিজ্ঞান-মেধার লড়াইয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে

বৃহস্পতিবার (২০ নভেম্বর, ২০২৫) বিকেল ৪টায় সোনারগাঁও প্যান প্যাসিফিক হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সদস্যদের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেওয়া হয়

বাংলাদেশ দলের সদস্যবৃন্দ:

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীরা হলো:

  • আবরার জাহিন পাঠান (অষ্টম শ্রেণি, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল)
  • বিহান পাল (নবম শ্রেণি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ)
  • আহনাফ আহমেদ সিনান (চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ)
  • এইচ এম আজিজুর রহমান আলিফ (নবম শ্রেণি, গলগথা ইংলিশ মিডিয়াম স্কুল)
  • নাশওয়ান হক মাহির (নবম শ্রেণি, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ)
  • রুফফা নূর জারিয়াহ (দশম শ্রেণি, যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়)

দলপতি ও কর্মকর্তাগণ:

বাংলাদেশ দলের প্রধান দলপতি হিসেবে রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী । সহকারী দলনেতা হিসেবে থাকছেন বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের কো-অর্ডিনেটর মো. রেজাউল ইসলাম ও একাডেমিক কো-অর্ডিনেটর মোর্শেদা আক্তার মীম । এছাড়া পর্যবেক্ষক হিসেবে যাচ্ছেন মুহাম্মাদ জাকারিয়া পাঠান

আগামী ২১ নভেম্বর বাংলাদেশ দলটি রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেবে

সংবাদ সম্মেলনে বক্তারা যা বললেন:

সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি মুনির হাসান দলের সদস্যদের পরিচয় করিয়ে দেন । তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা এবার বেশ ভালো প্রস্তুতি নিয়েছে । এমন আন্তর্জাতিক আয়োজনে অংশ নিয়ে তারা নিজেদের উদ্ভাবনী ভাবনা ও সমস্যা সমাধানের দক্ষতাকে আরও শক্তিশালী করবে

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী বাংলাদেশ দলের জন্য শুভ কামনা জানিয়ে বলেন, বাংলাদেশ দল বুদ্ধির লড়াইতে অবতীর্ণ হতে যাচ্ছে এবং আশা করা হচ্ছে তারা এবারও ভালো ফলাফল নিয়ে আসবে

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ বলেন, আইজেএসও তে বাংলাদেশ এ পর্যন্ত অনেকগুলো পদক অর্জন করেছে এবং পৃষ্ঠপোষক হিসেবে তারা এর অংশ হতে পেরে গর্বিত । তিনি আরও বলেন, এই শিক্ষার্থীরা আমাদের ১৮ কোটি মানুষের প্রতিনিধি এবং আশা করি এবারও আমরা গর্বিত হবার সুযোগ পাবো

বাংলাদেশ আইজেএসও দলের সদস্য রুফফা নূর জারিয়াহ তার প্রতিক্রিয়ায় বলেন, “প্রতিটি চেষ্টা সুন্দর ফল আনে এবং নতুন কিছু শেখায়—এই বিশ্বাস থেকে আমরা মন দিয়ে ক্যাম্পের এক্সপেরিমেন্ট ও থিওরি ক্লাস করেছি এবং শেখার চেষ্টা করেছি। এখন সেই শেখা বিশ্বমঞ্চে কাজে লাগানোর চেষ্টা করবো”

উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় যৌথভাবে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (SPSB) এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (BFF) এই দল নির্বাচন করেছে । আইইউবিএটি ছিল প্লাটিনাম স্পন্সর, এবং সহযোগী হিসেবে ছিল ম্যাসল্যাব ও রকমারি। কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা ছিল ম্যাগাজিন পার্টনার