সোমবার ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ:
গণভোটের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে: তথ্য উপদেষ্টা পল্লী বিদ্যুতের ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে যাবে ‘হ্যাঁ’ লিফলেট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মো. কাওসার আলম জলবায়ু পরিবর্তন ও ট্রাম্প: গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি বনাম বাস্তবতা গ্রিনল্যান্ড কিনতে ইউরোপীয় দেশগুলোর ওপর ট্রাম্পের ১০% শুল্ক আরোপের ঘোষণা লগারহেড কচ্ছপ ‘গুমুশ’-এর বিস্ময়কর যাত্রা: সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধিই কি কারণ?

অনলাইন পেমেন্ট সুবিধা: ইসলামী ব্যাংক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর

ঢাকা : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার মধ্যে সম্প্রতি “অনলাইন ফিস কালেকশন” সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন থেকে তাদের যাবতীয় ফি ও অন্যান্য পাওনা সহজে অনলাইনে পরিশোধ করার সুবিধা পাবেন।

শিক্ষার্থীরা যেভাবে ফি পরিশোধ করতে পারবেন

এই চুক্তির অধীনে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন ইসলামী ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা বা এজেন্ট আউটলেট ব্যবহার করে ফি জমা দিতে পারবেন। এর পাশাপাশি, ব্যাংকের নিজস্ব ডিজিটাল মাধ্যম সেলফিন (CellFin) এবং এমক্যাশ (mCash) ব্যবহার করেও ঘরে বসে সকল ধরনের পেমেন্ট করার সুযোগ সৃষ্টি হলো। এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য ফি পরিশোধের প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহর উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম কামাল উদ্দীন জসিম এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. জাহাঙ্গীর আলম

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইয়াকুব আলী সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই অনলাইন পেমেন্ট সুবিধা দ্রুত কার্যকর হলে শিক্ষার্থীদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।