সোমবার ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ:
গণভোটের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে: তথ্য উপদেষ্টা পল্লী বিদ্যুতের ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে যাবে ‘হ্যাঁ’ লিফলেট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মো. কাওসার আলম জলবায়ু পরিবর্তন ও ট্রাম্প: গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি বনাম বাস্তবতা গ্রিনল্যান্ড কিনতে ইউরোপীয় দেশগুলোর ওপর ট্রাম্পের ১০% শুল্ক আরোপের ঘোষণা লগারহেড কচ্ছপ ‘গুমুশ’-এর বিস্ময়কর যাত্রা: সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধিই কি কারণ?

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত


ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতর এবং এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের যৌথ উদ্যোগে আজ ১৮ অক্টোবর শনিবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ছাত্র-শিক্ষক কেন্দ্র চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।

এবছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘বিপর্যয় ও জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্য সেবা প্রাপ্তি’। ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. আজহারুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, আমরা বেশিরভাগ ক্ষেত্রে শারীরিক অসুস্থতাকে যতটা গুরুত্ব দেই, মানসিক অসুস্থতাকে ততটা গুরুত্ব দেইনা কিংবা মানসিক কোন বিষয় অন্যকে জানাতে স্বাচ্ছন্দবোধ করি না। এ বিষয়টি ঠিক নয়।

মানসিক স্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক সমাজে তরুণ প্রজন্মসহ সকল বয়সের মানুষের মাঝে নানারকম মানসিক চাপ তৈরি হচ্ছে। মানসিক চাপ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় কাউন্সেলিং সেবা গ্রহণের জন্য তিনি সকলকে পরামর্শ দেন।

মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রাতিষ্ঠানিক পর্যায়ে সেবা ও সচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের উপর তিনি গুরুত্বারোপ করেন। পরে, অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে টিএসসি চত্বরে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে বিনামূল্যে কাউন্সেলিং সেবা, মনোবৈজ্ঞানিক মূল্যায়ন, মনোবৈজ্ঞানিক খেলা, মানসিক স্বাস্থ্য বিষয়ক বই প্রদর্শনী ও বিক্রয়, কর্মশালাসহ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম।