বুধবার ৩ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ:
খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত ডিভাইস শিল্পের বিনিয়োগ সুরক্ষা দেবে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট, বৃহস্পতিবার থেকেই পাওয়া যাবে জননিরাপত্তা জোরদারে ডিজিটাল ও কমিউনিটি কৌশল গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের বাংলাদেশ আমদানি বন্ধ রাখায় বিপাকে ভারত, সীমান্তে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ২ রুপিতে! দেশের অর্থনীতি কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি, কাজ করার সুযোগ আছে: বাণিজ্য সচিব অবৈধ মাছ ধরা বন্ধে বৈশ্বিক সহযোগিতা জরুরি: মৎস্য উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর অনুকূল পরিবেশ তৈরির তাগিদ ইইউর শাহরুখ খানের মার্কশিট ভাইরাল: কোন বিষয়ে কত নম্বর পেয়েছিলেন বলিউড বাদশা?

দক্ষিণ এশিয়ার খাদ্য নিরাপত্তা জোরদারে এসএসি এবং আইএফপিআরআই-এর মধ্যে সমঝোতা স্মারক সই

ঢাকা: দক্ষিণ এশিয়ায় কৃষি গবেষণা, সম্প্রসারণ সেবা, পুষ্টি এবং নীতি উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সার্ক এগ্রিকালচার সেন্টার (এসএসি) এবং ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইএফপিআরআই) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে।

নিউইয়র্কে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সার্কের মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার প্রধান অতিথি এবং আইএফপিআরআই-এর মহাপরিচালক ড. জোহান সুইনেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) এই সমঝোতা স্মারকটি সই হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএসি, ঢাকার পরিচালক ড. মো. হারুনুর রশীদ; আইএফপিআরআই-এর দক্ষিণ এশিয়া অফিসের পরিচালক ড. শাহিদুর রশীদ; আইএফপিআরআই, ওয়াশিংটনের সিনিয়র পরিচালক ড. পূর্ণিমা মেনন এবং আইএফপিআরআই, ওয়াশিংটনের ব্যবসা উন্নয়ন ও বহিঃসম্পর্ক পরিচালক ড. টিউনিস ভ্যান রিনেন।

রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার বলেন, এই সমঝোতা স্মারকটি আঞ্চলিক পর্যায়ে প্রযুক্তি উন্নয়ন ও তার কার্যকর প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ড. জোহান সুইনেন জানান, জ্ঞান সৃষ্টি ও ব্যবস্থাপনা, কৃষি বাণিজ্য, নীতি উদ্ভাবন এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এই সহযোগিতা আরও উন্নত হবে।

অনুষ্ঠানটি একটি খাদ্য-নিরাপদ, স্থিতিস্থাপক এবং সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ার অঙ্গীকারের মাধ্যমে শেষ হয়।