সোমবার ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ:
গণভোটের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে: তথ্য উপদেষ্টা পল্লী বিদ্যুতের ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে যাবে ‘হ্যাঁ’ লিফলেট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মো. কাওসার আলম জলবায়ু পরিবর্তন ও ট্রাম্প: গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি বনাম বাস্তবতা গ্রিনল্যান্ড কিনতে ইউরোপীয় দেশগুলোর ওপর ট্রাম্পের ১০% শুল্ক আরোপের ঘোষণা লগারহেড কচ্ছপ ‘গুমুশ’-এর বিস্ময়কর যাত্রা: সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধিই কি কারণ?

দক্ষিণ এশিয়ার খাদ্য নিরাপত্তা জোরদারে এসএসি এবং আইএফপিআরআই-এর মধ্যে সমঝোতা স্মারক সই

ঢাকা: দক্ষিণ এশিয়ায় কৃষি গবেষণা, সম্প্রসারণ সেবা, পুষ্টি এবং নীতি উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সার্ক এগ্রিকালচার সেন্টার (এসএসি) এবং ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইএফপিআরআই) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে।

নিউইয়র্কে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সার্কের মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার প্রধান অতিথি এবং আইএফপিআরআই-এর মহাপরিচালক ড. জোহান সুইনেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) এই সমঝোতা স্মারকটি সই হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএসি, ঢাকার পরিচালক ড. মো. হারুনুর রশীদ; আইএফপিআরআই-এর দক্ষিণ এশিয়া অফিসের পরিচালক ড. শাহিদুর রশীদ; আইএফপিআরআই, ওয়াশিংটনের সিনিয়র পরিচালক ড. পূর্ণিমা মেনন এবং আইএফপিআরআই, ওয়াশিংটনের ব্যবসা উন্নয়ন ও বহিঃসম্পর্ক পরিচালক ড. টিউনিস ভ্যান রিনেন।

রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার বলেন, এই সমঝোতা স্মারকটি আঞ্চলিক পর্যায়ে প্রযুক্তি উন্নয়ন ও তার কার্যকর প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ড. জোহান সুইনেন জানান, জ্ঞান সৃষ্টি ও ব্যবস্থাপনা, কৃষি বাণিজ্য, নীতি উদ্ভাবন এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এই সহযোগিতা আরও উন্নত হবে।

অনুষ্ঠানটি একটি খাদ্য-নিরাপদ, স্থিতিস্থাপক এবং সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ার অঙ্গীকারের মাধ্যমে শেষ হয়।