বুধবার ১০ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ:
বিএপিএলসির সভাপতি রিয়াদ মাহমুদ, সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ ঢাবিতে চার দিনব্যাপী বিআইআইটি-আইআইআইটি উইন্টার স্কুল শুরু চলতি বছরে ৩০ নভেম্বর পর্যন্ত জনশক্তি রপ্তানি ১০ লক্ষাধিক খ্যাতিমান অর্থনীতিবিদ মোহাম্মদ জহুরুল ইসলামের ইন্তেকাল: বিআইআইটি-এর শোক নতুন পাঠ্যবই মুদ্রণ ও বিতরণে বিঘ্নের আশঙ্কা নেই: সালেহউদ্দিন বাংলাদেশের ঐতিহাসিক শ্রম সংস্কার, বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ ফরেন এক্সচেঞ্জ বাজার স্থিতিশীল রাখতে ১৩ ব্যাংক থেকে ২০২ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক বিজিএমইএ এর স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ: আরও ৪টি হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর মিরসরাইয়ের বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানির ১০.৩২ মিলিয়ন ডলার বিনিয়োগ

গাইবান্ধায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কৃষি বিনিয়োগ বিতরণ

গাইবান্ধা: আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পলাশবাড়ী শাখার উদ্যোগে গাইবান্ধার সাদুল্লাপুরে এক অনুষ্ঠানে ৩৩৪ জন কৃষকের মাঝে মোট ২ কোটি ৫২ লাখ টাকার কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের নির্বাহী পরিচালক মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম আমজাদ হোসেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাদুল্লাপুর উপজেলার ব্যবসায়ী, শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পলাশবাড়ী শাখার ব্যবস্থাপক এ এস এম রবিউল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে মো. সাখাওয়াত হোসেন কৃষকদের প্রতি সঠিক সময়ে বিনিয়োগ গ্রহণ, বিনিয়োগের সঠিক ব্যবহার এবং সময় মতো দায় পরিশোধের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ৪ শতাংশ রেয়াতি মুনাফায় শস্য চাষে এই বিনিয়োগ গ্রহণের জন্য কৃষকদের ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি স্থানীয় অন্যান্য ব্যাংকারদেরও কৃষি বিনিয়োগ বিতরণে এগিয়ে আসার আহ্বান জানান।অনুষ্ঠানে বক্তারা রবিশস্য চাষে কৃষকদের আরও কম মুনাফা হারে কৃষি বিনিয়োগ প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানান।