সোমবার ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ:
গণভোটের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে: তথ্য উপদেষ্টা পল্লী বিদ্যুতের ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে যাবে ‘হ্যাঁ’ লিফলেট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মো. কাওসার আলম জলবায়ু পরিবর্তন ও ট্রাম্প: গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি বনাম বাস্তবতা গ্রিনল্যান্ড কিনতে ইউরোপীয় দেশগুলোর ওপর ট্রাম্পের ১০% শুল্ক আরোপের ঘোষণা লগারহেড কচ্ছপ ‘গুমুশ’-এর বিস্ময়কর যাত্রা: সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধিই কি কারণ?

আরলা ডেইরী বিগ ফাইভ ফ্রেমওয়ার্কের মাধ্যমে খুলনার দুগ্ধ প্রশিক্ষকদের ক্ষমতায়ন করছে

খুলনা: টেকসই দুগ্ধ উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ একটি বহু-অংশীদারী উদ্যোগ, গ্রিন ডেইরি পার্টনারশিপ, অতি সম্প্রতি খুলনায় আরলা বিগ ফাইভ ফ্রেমওয়ার্কের অধীনে একটি দু’দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম সফলভাবে পরিচালনা করেছে । এই প্রশিক্ষণের মাধ্যমে দুগ্ধ খামারিদের ক্ষমতায়ন এবং বাংলাদেশে জলবায়ু-সহনশীল ও জেন্ডার-অন্তর্ভুক্তিমূলক দুগ্ধ খাত গড়ে তোলার লক্ষ্য রয়েছে ।

প্রশিক্ষণে দুগ্ধ খামারিদের খাদ্য গ্রহণ ও উৎপাদনশীলতার অনুপাত এবং ভারসাম্য, প্রাণীর সামগ্রিক সক্ষমতা এবং জলবায়ু-স্মার্ট দুগ্ধ ব্যবস্থা গড়ে তোলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে । এই সেশনগুলো পরিচালনা করেন এসইজিইএস ইনোভেশন ডেনমার্কের বির্গিটে উইডেম্যান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড ডেইরি রিসার্চ নেটওয়ার্ক (আইডিআরএন) এর ড. মোহাম্মদ মহি উদ্দিন এবং গ্রিন ডেইরি পার্টনারশিপের প্রোগ্রাম ম্যানেজার ড. মাজেদুর রহমান ।

প্রশিক্ষণে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন, প্রাণ ডেইরির কর্মকর্তা, সলিডারিডাডের মাঠ কর্মী এবং আইডিআরএন এর গবেষকরা অংশগ্রহণ করেন । এই প্রশিক্ষণকে দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে জলবায়ু-স্মার্ট দুগ্ধ অনুশীলন সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করা হয়েছে । অংশগ্রহণকারীরা এখন প্রাণীর খাদ্য গ্রহণ ও উৎপাদনশীলতার অনুপাত মূল্যায়ন, স্থানীয় উপাদান ব্যবহার করে সুষম খাদ্যতালিকা তৈরি এবং প্রাণীর স্বাস্থ্য সক্ষমতা কৌশল বাস্তবায়নে দক্ষতা অর্জন করেছেন 7

যশোরের মণিরামপুরের আনারোতি ডেইরি ফার্মে হাতে-কলমে এবং খুলনার সিএসএস আভা সেন্টারে শ্রেণীকক্ষ-ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয় । খুলনার বিভাগীয় প্রাণিসম্পদ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. এবিএম জাকির হোসেনের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় । তিনি প্রাতিষ্ঠানিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন । গ্রিন ডেইরি পার্টনারশিপ ২০২৪ সালে চালু হয়েছে এবং এর লক্ষ্য ২০২৯ সালের মধ্যে আট হাজার মহিলা দুগ্ধ খামারির ক্ষমতায়ন করা ।