রবিবার ১৩ জুলাই, ২০২৫
সর্বশেষ:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আষাঢ় পার্বণ’ উৎসব উদযাপিত নিউ মুরিং টার্মিনালে দৈনিক গড় কন্টেইনার হ্যান্ডলিং বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক সময়ে ডলারের দাম প্রায় ৩ টাকা কমে যাওয়ায় বাংলাদেশি টাকা শক্তিশালী হচ্ছে বাংলাদেশ ব্যাংককে আমদানি-রপ্তানি লেনদেনের ক্ষেত্রে কঠোরভাবে ইউআরসি অনুসরণের নির্দেশ প্রবাসীরা জুলাই মাসের ১২ দিনে ১.০৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছে ইইউ এবং মেক্সিকোর উপর ৩০% শুল্ক আরোপ করবে আমেরিকা: ট্রাম্প বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে নাভানা লিমিটেডের দীর্ঘদিনের টয়োটা ডিলারশিপ হারানোর শঙ্কা মার্কিন শুল্কে বাংলাদেশের রপ্তানি খাতে বড় আঘাত, ভূ-রাজনৈতিক স্বার্থের ইঙ্গিত

বিদেশে গিয়ে নিখোঁজ: এনবিআরের প্রথম সচিব তানজিনা রইস সাময়িক বরখাস্ত

ঢাকা, ১১ জুলাই: ছুটি নিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার পর আর কর্মস্থলে ফিরে না আসায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব তানজিনা রইসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।এনবিআর সূত্রে জানা গেছে, তানজিনা রইসের বিরুদ্ধে ‘অসদাচরণ’ এবং ‘পলায়ন’-এর অভিযোগ আনা হয়েছে।

তিনি ছুটি নিয়ে বিদেশে যাওয়ার পর থেকেই নিরুদ্দেশ। তাকে একাধিকবার ই-মেইলের মাধ্যমে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও তিনি তার কোনো সন্তোষজনক জবাব দেননি।চেয়ারম্যানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) এবং ৩(গ) ধারা অনুযায়ী তানজিনা রইসের বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধি ১২ অনুযায়ী, তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা অপরিহার্য ও যুক্তিযুক্ত মনে হওয়ায়, একই বিধিমালার ১২(১) ধারা মোতাবেক তানজিনা রইস (পরিচিতি নম্বর ৩০০১৫৮), প্রথম সচিবকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি বিধিমালা অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন