মঙ্গলবার ২০ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ:
১২ ফেব্রুয়ারির নির্বাচন হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ ও উৎসবমুখর: অধ্যাপক ইউনূস গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ-তে সিল দিন: প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তার জন্য ২৫,০০০ বডি-ওর্ন ক্যামেরা ও ৪১৮টি ড্রোন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সুতা আমদানিতে বিধিনিষেধের প্রতিবাদে বিজিএমইএ ও বিকেএমইএ: সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা কৃষকদের তীব্র বিক্ষোভ উপেক্ষা করেই মারকোসুরের সঙ্গে ইউরোপের বিশাল বাণিজ্য চুক্তি স্বাক্ষর গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের হুমকি: পাল্টা ‘বাজুকা’ ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো আরও ১১ প্রতিষ্ঠান, সেবার সংখ্যা বেড়ে ১৪২ ১৮ দিনেই দুই বিলিয়ন ডলার ছাড়ালো রেমিট্যান্স, ভাঙতে পারে অতীতের সব রেকর্ড গণভোটের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে: তথ্য উপদেষ্টা

বিদেশে গিয়ে নিখোঁজ: এনবিআরের প্রথম সচিব তানজিনা রইস সাময়িক বরখাস্ত

ঢাকা, ১১ জুলাই: ছুটি নিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার পর আর কর্মস্থলে ফিরে না আসায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব তানজিনা রইসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।এনবিআর সূত্রে জানা গেছে, তানজিনা রইসের বিরুদ্ধে ‘অসদাচরণ’ এবং ‘পলায়ন’-এর অভিযোগ আনা হয়েছে।

তিনি ছুটি নিয়ে বিদেশে যাওয়ার পর থেকেই নিরুদ্দেশ। তাকে একাধিকবার ই-মেইলের মাধ্যমে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও তিনি তার কোনো সন্তোষজনক জবাব দেননি।চেয়ারম্যানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) এবং ৩(গ) ধারা অনুযায়ী তানজিনা রইসের বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধি ১২ অনুযায়ী, তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা অপরিহার্য ও যুক্তিযুক্ত মনে হওয়ায়, একই বিধিমালার ১২(১) ধারা মোতাবেক তানজিনা রইস (পরিচিতি নম্বর ৩০০১৫৮), প্রথম সচিবকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি বিধিমালা অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।