মঙ্গলবার ২ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ:
খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত ডিভাইস শিল্পের বিনিয়োগ সুরক্ষা দেবে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট, বৃহস্পতিবার থেকেই পাওয়া যাবে জননিরাপত্তা জোরদারে ডিজিটাল ও কমিউনিটি কৌশল গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের বাংলাদেশ আমদানি বন্ধ রাখায় বিপাকে ভারত, সীমান্তে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ২ রুপিতে! দেশের অর্থনীতি কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি, কাজ করার সুযোগ আছে: বাণিজ্য সচিব অবৈধ মাছ ধরা বন্ধে বৈশ্বিক সহযোগিতা জরুরি: মৎস্য উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর অনুকূল পরিবেশ তৈরির তাগিদ ইইউর শাহরুখ খানের মার্কশিট ভাইরাল: কোন বিষয়ে কত নম্বর পেয়েছিলেন বলিউড বাদশা?

২ বিলিয়ন ডলারের বেশি আকু বিল পরিশোধে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ

ঢাকা, ৩ জুলাই – মে ও জুন মাসের আমদানি বিল বাবদ প্রায় ২.০২ বিলিয়ন মার্কিন ডলার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)-কে পরিশোধ করতে যাচ্ছে বাংলাদেশ, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ দ্বি-মাসিক আকু বিল পরিশোধের ঘটনা।

আগামী ৮ জুলাই এই বিপুল পরিমাণ বিল পরিশোধ করা হবে। এই অর্থ পরিশোধের পর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৬৮ বিলিয়ন ডলার থেকে কমে ২৯ বিলিয়ন ডলারের ঘরে নেমে আসবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান ইউএনবিকে জানিয়েছেন যে, আগামী ৮ জুলাইয়ের মধ্যে আকুর বিল পরিশোধ হওয়ার কথা রয়েছে।তিনি আরও ব্যাখ্যা করেন যে, নিট রিজার্ভ আকু এবং অন্যান্য বিল পরিশোধের পরেই হিসাব করা হয়, তাই এ ধরনের পেমেন্ট নিট রিজার্ভের পরিমাণে কোনো পরিবর্তন আনে না।

তবে, যদি কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করে, অথবা সরকার তার কোনো প্রকল্পে বিনিয়োগ বা ঋণ দেয়, তাহলে নিট রিজার্ভ প্রভাবিত হবে।বাংলাদেশ ব্যাংক ইঙ্গিত দিয়েছে যে, আগামী সপ্তাহে আকু বিল পরিশোধের পর মোট রিজার্ভ ২৯.৬৬ বিলিয়ন ডলারে নেমে আসতে পারে। এই হিসাব প্রাথমিক এবং বিল পরিশোধ ও হিসাব সমন্বয়ের পর সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে। তবে, দেশের ব্যবহারযোগ্য রিজার্ভ বা নিট আন্তর্জাতিক রিজার্ভ (এনআইআর), যা বর্তমানে ২০.৬৯ বিলিয়ন ডলার রয়েছে, তা অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে, জুলাই ২০২২ এর পর থেকে আকু বিল পরিশোধের পরিমাণ ওঠানামা করলেও, ২০২৩ সালে প্রতি দুই মাস অন্তর পরিশোধের পরিমাণ ১.৩ বিলিয়ন ডলারের নিচে ছিল। ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে আবার পরিশোধের পরিমাণ বাড়তে থাকে, যা সর্বশেষ মে-জুন মাসে তিন বছরের মধ্যে সর্বোচ্চ ২.০২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।