সোমবার ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ:
গণভোটের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে: তথ্য উপদেষ্টা পল্লী বিদ্যুতের ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে যাবে ‘হ্যাঁ’ লিফলেট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মো. কাওসার আলম জলবায়ু পরিবর্তন ও ট্রাম্প: গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি বনাম বাস্তবতা গ্রিনল্যান্ড কিনতে ইউরোপীয় দেশগুলোর ওপর ট্রাম্পের ১০% শুল্ক আরোপের ঘোষণা লগারহেড কচ্ছপ ‘গুমুশ’-এর বিস্ময়কর যাত্রা: সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধিই কি কারণ?

শেয়ারহোল্ডাররা ২০২৪ সালের জন্য বাটার ৪৪৫% নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন

বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১:০০টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জনাব রাজীব গোপালাকৃষ্ণনান।

সভায়, শেয়ারহোল্ডাররা নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং পরিশোধিত মূলধনের উপর ৪৪৫% নগদ লভ্যাংশ অনুমোদন করেন। ৪৪৫% লভ্যাংশের মধ্যে, ১০৫% চুড়ান্ত লভ্যাংশ সভায় অনুমোদিত হয়েছে এবং ৩৪০% অন্তর্বর্তী লভ্যাংশ যা ইতিমধ্যে প্রদান করা হয়েছে।

অন্যান্য পরিচালকদের মধ্যে জনাব দেবব্রত মুখার্জী, ব্যবস্থাপনা পরিচালক; জনাব শৈবাল সিনহা,  পরিচালক; মিস ফারজানা চৌধুরী, স্বতন্ত্র পরিচালক; জনাব ইলিয়াস আহমেদ,  অর্থ পরিচালক, এবং জনাব রিয়াজুর রেজা মুহাম্মদ ফয়সাল, কোম্পানি সচিব, বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে চেয়ারম্যান কোম্পানির মূল্যবান শেয়ারহোল্ডার, গ্রাহক, সরবরাহকারী, কর্মী এবং সরকারের প্রতি তাঁদের ধারাবাহিক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।