রবিবার ১২ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা লোকসানে ডেসকো: দুই বছরে ৬৩০ কোটি টাকা ক্ষতি, ফের লভ্যাংশ বঞ্চিত বিনিয়োগকারীরা ডিসেম্বরের মধ্যে বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে তিন বন্দর টার্মিনাল: নৌ সচিব ট্রাম্পের এক ঘোষণায় ২ ট্রিলিয়ন ডলার বাজারমূলধন উধাও: যুক্তরাষ্ট্র পুঁজিবাজারে বড় পতন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক দূতের বৈঠক মিরসরাই ইকোনমিক জোনসহ সব অর্থনৈতিক অঞ্চলে ট্রেন যোগাযোগ স্থাপনের উদ্যোগ জেপি মরগ্যান সিইও’র সতর্কবার্তা: ৬ মাস থেকে ২ বছরের মধ্যে মার্কিন শেয়ারবাজারে বড় ধস নামতে পারে বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে আরো ২০৮ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক সূদের হার কমানো ও রপ্তানি সহায়তা তহবিল বৃদ্ধির তাগিদ: গভর্নরের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এফবিসিসিআই‘র ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক

শেয়ারহোল্ডাররা ২০২৪ সালের জন্য বাটার ৪৪৫% নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন

বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১:০০টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জনাব রাজীব গোপালাকৃষ্ণনান।

সভায়, শেয়ারহোল্ডাররা নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং পরিশোধিত মূলধনের উপর ৪৪৫% নগদ লভ্যাংশ অনুমোদন করেন। ৪৪৫% লভ্যাংশের মধ্যে, ১০৫% চুড়ান্ত লভ্যাংশ সভায় অনুমোদিত হয়েছে এবং ৩৪০% অন্তর্বর্তী লভ্যাংশ যা ইতিমধ্যে প্রদান করা হয়েছে।

অন্যান্য পরিচালকদের মধ্যে জনাব দেবব্রত মুখার্জী, ব্যবস্থাপনা পরিচালক; জনাব শৈবাল সিনহা,  পরিচালক; মিস ফারজানা চৌধুরী, স্বতন্ত্র পরিচালক; জনাব ইলিয়াস আহমেদ,  অর্থ পরিচালক, এবং জনাব রিয়াজুর রেজা মুহাম্মদ ফয়সাল, কোম্পানি সচিব, বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে চেয়ারম্যান কোম্পানির মূল্যবান শেয়ারহোল্ডার, গ্রাহক, সরবরাহকারী, কর্মী এবং সরকারের প্রতি তাঁদের ধারাবাহিক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।