শনিবার ৬ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ:
কোনো ব্যাংকের মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলে ডিভিডেন্ড ও বোনাস দেওয়া যাবে না: গভর্নর আহসান এইচ মনসুর খেলাপির সংস্কৃতি নেই, তবুও এসএমই’র প্রধান চ্যালেঞ্জ ঋণপ্রাপ্তি, নীতিমালা সহজ করতে বললেন বিশেষজ্ঞরা ইইউ’র পণ্য সরবরাহে নতুন ডিউ ডিলিজেন্স আইন: চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের পোশাক শিল্পে আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা বাংলাদেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে স্টারলিংকের অনুমোদিত রিসেলার হলো রবি শ্রম আইন সংস্কারে বাস্তবসম্মত ও বাস্তবভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান নিয়োগকর্তাদের পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে আর্থিক বরাদ্ধ প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি বিজিএমইএ’র কৃতজ্ঞতা সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায় ৪৯তম স্থানে নেমে গেলেন আজিজ খান বাংলাদেশকে দক্ষতায় এগিয়ে নিতে এক লাখ শিক্ষার্থীকে ডিজিটাল স্কিলস প্রশিক্ষণ দেবে সরকার সমুদ্রই হবে বিশ্ব বাণিজ্যের পথে বাংলাদেশের মহাসড়ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

সিস্টেমের ডিজিটালাইজেশনের অভাবে বাংলাদেশে প্রায় ২,২৬,২৩৬ কোটি টাকা কর ফাঁকি: সিপিডি

ঢাকা, ২১শে এপ্রিল:- সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) একটি গবেষণা প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যে, বাংলাদেশের ট্যাক্স প্রণোদনা রাজনৈতিকভাবে প্রভাবিত এবং কর ফাঁকি ও কর এড়ানোর কারণে ২০২৩ সালে বাংলাদেশ আনুমানিক ২,২৬,২৩৬ কোটি টাকা রাজস্ব হারিয়েছে।

বাংলাদেশের পুরো আর্থিক খাত ডিজিটাল না করার কারণে কর ফাঁকির এই অবস্থা দাড়িয়েছে।

সোমবার (এপ্রিল ২১) ধানমন্ডির সিপিডি কার্যালয়ে ‘উত্তরণশীল বাংলাদেশে কর্পোরেট আয়কর সংস্কার’ শীর্ষক একটি ব্রিফিংয়ে গবেষণা সংস্থাটি এই তথ্য জানায়।

সিপিডি’র গবেষণা অনুযায়ী, প্রায় ৫০ শতাংশ কর্পোরেট ট্যাক্স ফাঁকির মাধ্যমে হারিয়েছে। ২০২৩ সালে আনুমানিক কর্পোরেট ট্যাক্স ফাঁকির পরিমাণ প্রায় ১১৩,১১৮ কোটি টাকা।

কর্পোরেট আয়করের বৈশ্বিক প্রবণতা সাম্প্রতিক বছরগুলোতে হ্রাস পেয়েছে, যা ২০০৬ সালে ২৭.৫ শতাংশ থেকে ২০১৬ সালে প্রায় ২৩.৬ শতাংশে নেমে এসেছে। অনেক উন্নয়নশীল দেশ ২৫%, ৩০% বা তার বেশি হারে স্ট্যান্ডার্ড কর্পোরেট আয়কর বজায় রাখে; উদাহরণস্বরূপ, চীনের কর্পোরেট আয়করের হার ২৫ শতাংশ, মালয়েশিয়ার ২৪ শতাংশ, ইন্দোনেশিয়ার ২২ শতাংশ, পাকিস্তানের ২৯ শতাংশ এবং মিয়ানমারের ২২ শতাংশ।

তবে, কিছু উন্নয়নশীল দেশ উল্লেখযোগ্যভাবে কম কর্পোরেট আয়করের হার প্রদান করে, যেমন ওমান এবং উজবেকিস্তান ১৫ শতাংশ এবং প্যারাগুয়ে ও কিরগিজস্তান ১০ শতাংশ।

উন্নয়নশীল দেশ এবং এলডিসি কান্ট্রি গ্রুপের ট্যাক্স কাঠামো

দেশ কর্পোরেট আয়করের হার বৈশ্বিক প্রবণতা (২০০৬-২০১৬)

২৭.৫% (২০০৬) থেকে ২৩.৬% (২০১৬)

উন্নয়নশীল দেশ ২২%-২৯%

স্বল্পোন্নত দেশ (এলডিসি) ১০%-৩৫%

উত্তরণশীল এলডিসি ২১%-৩৫%