বুধবার ২৮ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ:
যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়: বিটকয়েন মাইনিং ক্ষমতা কমেছে ৩৭ শতাংশ ইউরোপে টেসলার বড় ধস: বিক্রি কমেছে ৩৮ শতাংশ, বাজার দখলে এগোচ্ছে চীনা বিওয়াইডি প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাস কমিটির প্রতিবেদন বিজয়ী হলে প্রতিশোধ নয়, সবাইকে ক্ষমা করার ঘোষণা জামায়াত আমিরের বিএনপিকে জয়ী করতে একাত্তরের মতো ঐক্যবদ্ধ থাকুন : তারেক রহমান ব্যাংকিং খাতকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত করতে আইনি সংস্কার জরুরি: গভর্নর ২৬ দিনে এলো ২৭১ কোটি ডলার: রেমিট্যান্সে বড় লাফ ইতিহাসে প্রথমবার ৫০০০ ডলার ছাড়ালো সোনার দাম: নেপথ্যে ট্রাম্পের শুল্ক নীতি ও বৈশ্বিক উত্তেজনা যুক্তরাষ্ট্রে দানবীয় তুষারঝড়: ১৫ হাজার ফ্লাইট বাতিল, ২০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা

আয়োজনে “ন্যাশনাল মিডিয়া সামিট-২০২৫ অনুষ্ঠিত

ঢাকা, ১৯এপ্রিল: Center for Advanced Media Education (CAME) ও United International University এর Media Studies & Journalism বিভাগের যৌথ উদ্যোগে ন্যাশনাল মিডিয়া সামিট- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় United International University (UIU) এর অডিটোরিয়ামে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া সাংবাদিকতা করতে আগ্রহী প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী সামিটে অংশগ্রহণ করে। দিনব্যাপী মিডিয়া সামিটের উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহেমদ বিশেষ অতিথি হিসেবে এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফকরুল আলম কাঞ্চন, স্টার নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোকসেদুল কামাল বাবু, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের বিভাগীয় প্রধান ড. শেখ মোহাম্মদ শাফিউল ইসলাম ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর জনসংযোগ কার্যালয়ের পরিচালক আবু সাদাত মোহাম্মদ মোস্তানজির বিল্লাহ উপস্থিত ছিলেন। সেন্টার ফর এ্যাডভান্সস মিডিয়া এডুকেশন (CAME) এর সহকারী পরিচালক ইমন মাহমুদ এর সঞ্চালনায় সামিটে শুভেচ্ছা বক্তব্য রাখেন CAME এর নির্বাহী পরিচালক প্লাবন তারিক৷ উদ্বোধনী পর্ব শেষে উপস্থিত অতিথিদের Center For advanced Media Education (CAME) এর পক্ষ থেকে সম্মান স্মারক তুলে দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ বলেন, সাংবাদিকতা এমন একটা জিনিস যেখানে ডেডিকেশন ও সততার অবশ্যই থাকতে হবে। আপনি যদি সততা ও পরিশ্রম দিয়ে সাংবাদিকতা করেন তাইলে আপনি একজন সফল সাংবাদিক। একটা দেশ গঠনে অবশ্যই আপনি ভূমিকা রাখতে পারেন। উদ্বোধনী সেশন শেষে উপস্থিত ডেলিগেটদের নিয়ে সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কমিউনিকেটিভ জার্নালিজম বিষয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের বিভাগীয় প্রধান ড. শেখ শাফিউল ইসলাম শাফি, বিজিনেস সাংবাদিকতা বিষয়ে বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার প্রধান প্রতিবেদন আব্বাস উদ্দীন নয়ন, ফ্যাক্ট চেকিং বিষয়ে দেশের স্বনামধন্য ফ্যাক্ট চেকার কদরুদ্দীন শিশির, সংবাদ উপস্থাপন ও ক্যারিয়ার বিষয়ে চ্যানেল-২৪ এর সিনিয়র নিউজ প্রেজেন্টার মোহাম্মদ ইমতিয়াজ, মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ে কালবেলার অনলাইন এডিটর পলাশ মাহমুদ এবং আন্তর্জাতিক মিডিয়া বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন আল-জাজিরা অনলাইনের বাংলাদেশ প্রতিনিধি ও দ্য ডেইলি সানের প্রধান প্রতিবেদক মওদুদ সুজন। ক্যামের ডিরেক্টরিয়াল বোর্ড মেম্বার ও জনকণ্ঠ পত্রিকার ডেপুটি এডিটর খালিদ ইবনে আমিনের বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী মিডিয়া সামিটের সমাপ্তি হয়৷