সোমবার ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ:
গণভোটের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে: তথ্য উপদেষ্টা পল্লী বিদ্যুতের ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে যাবে ‘হ্যাঁ’ লিফলেট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মো. কাওসার আলম জলবায়ু পরিবর্তন ও ট্রাম্প: গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি বনাম বাস্তবতা গ্রিনল্যান্ড কিনতে ইউরোপীয় দেশগুলোর ওপর ট্রাম্পের ১০% শুল্ক আরোপের ঘোষণা লগারহেড কচ্ছপ ‘গুমুশ’-এর বিস্ময়কর যাত্রা: সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধিই কি কারণ?

উপদেষ্টা পরিষদের অনুমোদন পেল ব্যাংক রেজল্যুশন ও দেওয়ানি কার্যবিধি (সংশোধন) অধ্যাদেশের খসড়া

ঢাকা, এপ্রিল১৮: মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, উপদেষ্টা পরিষদ “ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫”-এর খসড়া নীতিগতভাবে ও চূড়ান্তভাবে অনুমোদন করেছে। এই সিদ্ধান্তটি বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ডেটিং সাপেক্ষে এই খসড়াটি চূড়ান্ত অনুমোদন লাভ করেছে।

অন্যদিকে, উপদেষ্টা পরিষদ “দেওয়ানি কার্যবিধি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫”-এর নীতিগত অনুমোদনও দিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, দেওয়ানি মোকদ্দমাগুলো সহজে, কম খরচে এবং দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে, সেইসাথে সেগুলোকে সময়োপযোগী করার জন্য “দেওয়ানি কার্যবিধি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫”-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত অনুমোদন পেয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ আরও জানিয়েছে যে, চূড়ান্ত অনুমোদনের জন্য এই খসড়া অধ্যাদেশটি পুনরায় উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।

আরও পড়ুন