সোমবার ২০ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন ২৭ ঘণ্টা পর নিভল, কাঠামো ঝুঁকিপূর্ণ: এফএসসিডি ঋণ অবলোপনে নতুন নীতিমালা, ৩০ দিন আগে নোটিশ দেওয়া বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক শাহজালাল বিমানবন্দরে আগুনে পোশাক শিল্পের কাঁচামাল ও গুরুত্বপূর্ণ স্যাম্পল ধ্বংস: বিজিএমইএ ইউএনবি’র সেমিনার: ব্যাংকে আমানতকারীদের অধিকার সুরক্ষায় দক্ষ ও পেশাদার পরিচালক নিয়োগের তাগিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত ২৫ দলের সনদ স্বাক্ষর: অংশ নিলেন না জুলাই আন্দোলনের প্রধান দল এনসিপি ও বামপন্থীরা সুর ও ছন্দে ঢাবি চারুকলার বকুলতলায় শরৎ উৎসব উদযাপন ইসলামি ব্যাংকিংয়ে সুশাসন বাড়াতে ‘শরিয়াহ উপদেষ্টা বোর্ড’ গঠন করছে বাংলাদেশ ব্যাংক হজ নিবন্ধনের অর্থ জমা দিতে শনিবার খোলা থাকবে নির্দিষ্ট ব্যাংকের শাখা

সরকারি হস্তক্ষেপে বিমান ভাড়া ৭৫ শতাংশ কমল

সরকারি নিয়ন্ত্রণ ও কঠোর নীতিমালা বাস্তবায়নের ফলে সৌদি আরবগামী বিমান টিকিটের দাম ৭৫% পর্যন্ত কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন (অটাপ)। গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা-সৌদি রুটে টিকিটের দাম ১ লক্ষ ৯০ হাজার টাকায় পৌঁছেছিল, যা এখন কমে ৩৫,০০০-৫০,০০০ টাকায় নেমে এসেছে।বেসামরিক বিমান মন্ত্রণালয়ের ১১ ফেব্রুয়ারির নির্দেশিকায় টিকিট বুকিংয়ে কঠোর নিয়ম চালু করা হয়, যার ফলে বিমান সংস্থাগুলো ব্লক করা টিকিট ছাড়তে বাধ্য হয়। নতুন নিয়মে যাত্রীদের নাম ও পাসপোর্ট বিবরণ দিয়ে টিকিট বুকিং বাধ্যতামূলক করা হয়েছে।ATAB-এর মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ সরকারি এই পদক্ষেপকে অভিবাসী শ্রমিকদের জন্য বিশেষভাবে সহায়ক হিসেবে আখ্যায়িত করেন। তবে তিনি বাজার নিয়ন্ত্রণ অব্যাহত রাখারও পরামর্শ দেন।গত ২৬ জানুয়ারি ATAB-এর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে সরকার এই ব্যবস্থা নেয়। সংস্থাটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি কর্মকর্তাদের ভূমিকার বিশেষ প্রশংসা করেছে।