সোমবার ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ:
গণভোটের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে: তথ্য উপদেষ্টা পল্লী বিদ্যুতের ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে যাবে ‘হ্যাঁ’ লিফলেট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মো. কাওসার আলম জলবায়ু পরিবর্তন ও ট্রাম্প: গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি বনাম বাস্তবতা গ্রিনল্যান্ড কিনতে ইউরোপীয় দেশগুলোর ওপর ট্রাম্পের ১০% শুল্ক আরোপের ঘোষণা লগারহেড কচ্ছপ ‘গুমুশ’-এর বিস্ময়কর যাত্রা: সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধিই কি কারণ?

একক ব্যক্তি ৪৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন

ঢাকা, জানুয়ারী ২১: বাংলাদেশ ব্যাংকের (বিবি) ঋণ ব্যবস্থাপনা বিভাগ (ডিএমডি) মঙ্গলবার পারিবারিক সঞ্চয়পত্র নীতিমালা সংশোধনের বিষয়টি স্পষ্ট করে একটি সার্কুলার জারি করেছে।

পরিবার সঞ্চয়পত্র নীতিমালা, ২০০৯ এর ৩ নম্বর ধারার পরিবর্তে নিম্নলিখিত অনুচ্ছেদটি প্রতিস্থাপিত করা হয়েছে:

সঞ্চয়পত্র কেনার যোগ্যতা:

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে ১৮ বছর এবং তদুর্ধ্ব বয়সের যেকোন বাংলাদেশি মহিলা, যেকোন বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী (পুরুষ ও মহিলা) এবং ৬৫ (পঁয়ষট্টি) ও তদুর্ধ্ব বয়সের বয়োজ্যেষ্ঠ যেকোন বাংলাদেশি পুরুষ নির্ধারিত ফরমে এই সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন করিতে পারিবেন।

একক নামে সর্বোচ্চ ৪৫ (পঁয়তাল্লিশ) লক্ষ টাকার এই সঞ্চয়পত্র ক্রয় করিতে পারিবেন। এই সঞ্চয়পত্র যুগ্ম নামে ক্রয় করা যাইবে না এবং ইহাতে প্রতিষ্ঠানের টাকাও খাটানো যাইবে না।”