শুক্রবার ২৫ জুলাই, ২০২৫
সর্বশেষ:
বর্তমানবিচারব্যবস্থায়আর্থিকখাতকখনোইঘুরেদাঁড়াবেনা: গভর্নর বাংলাদেশ ব্যাংক ডলার এর দাম স্তিতিশীল রাখতে নিলামের মাধ্যমে ১০ মিলিয়ন ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক নতুন পোশাক বিধির নোটিশ প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংকের কর্মীদের পোশাকে নতুন বিধিনিষেধ: নিষিদ্ধ ছোট হাতা ও লেগিং অধ্যাপক ড. এম জুবাইদুর রহমান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান নির্বাচিত গত অর্থ বছরে, বেপজা’র রপ্তানি ১৬.২২ শতাংশ প্রবৃদ্ধি, নতুন কর্মসংস্থান ৩৩ হাজার<gwmw style="display:none;"></gwmw> বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের প্রায় ৭৫% পাচার হয়েছে বাণিজ্য ভুল চালানের মাধ্যমে: বিআইবিএম সমীক্ষা ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি চারুকলা অনুষদে সেমিনার ও শিল্পকর্ম প্রদর্শনী জুলাই মাসের ২১ দিনে বাংলাদেশ ১.৭০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

একক ব্যক্তি ৪৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন

ঢাকা, জানুয়ারী ২১: বাংলাদেশ ব্যাংকের (বিবি) ঋণ ব্যবস্থাপনা বিভাগ (ডিএমডি) মঙ্গলবার পারিবারিক সঞ্চয়পত্র নীতিমালা সংশোধনের বিষয়টি স্পষ্ট করে একটি সার্কুলার জারি করেছে।

পরিবার সঞ্চয়পত্র নীতিমালা, ২০০৯ এর ৩ নম্বর ধারার পরিবর্তে নিম্নলিখিত অনুচ্ছেদটি প্রতিস্থাপিত করা হয়েছে:

সঞ্চয়পত্র কেনার যোগ্যতা:

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে ১৮ বছর এবং তদুর্ধ্ব বয়সের যেকোন বাংলাদেশি মহিলা, যেকোন বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী (পুরুষ ও মহিলা) এবং ৬৫ (পঁয়ষট্টি) ও তদুর্ধ্ব বয়সের বয়োজ্যেষ্ঠ যেকোন বাংলাদেশি পুরুষ নির্ধারিত ফরমে এই সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন করিতে পারিবেন।

একক নামে সর্বোচ্চ ৪৫ (পঁয়তাল্লিশ) লক্ষ টাকার এই সঞ্চয়পত্র ক্রয় করিতে পারিবেন। এই সঞ্চয়পত্র যুগ্ম নামে ক্রয় করা যাইবে না এবং ইহাতে প্রতিষ্ঠানের টাকাও খাটানো যাইবে না।”

আরও পড়ুন