রবিবার ১২ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
ট্রাম্পের এক ঘোষণায় ২ ট্রিলিয়ন ডলার বাজারমূলধন উধাও: যুক্তরাষ্ট্র পুঁজিবাজারে বড় পতন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক দূতের বৈঠক মিরসরাই ইকোনমিক জোনসহ সব অর্থনৈতিক অঞ্চলে ট্রেন যোগাযোগ স্থাপনের উদ্যোগ জেপি মরগ্যান সিইও’র সতর্কবার্তা: ৬ মাস থেকে ২ বছরের মধ্যে মার্কিন শেয়ারবাজারে বড় ধস নামতে পারে বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে আরো ২০৮ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক সূদের হার কমানো ও রপ্তানি সহায়তা তহবিল বৃদ্ধির তাগিদ: গভর্নরের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এফবিসিসিআই‘র ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক ইসলামী ব্যাংকের ‘দখল করা শেয়ার’ প্রকৃত মালিকদের কাছে ফেরতের দাবি জানিয়ে ব্যবসায়ীদের আল্টিমেটাম সরকারি প্রাথমিক শিক্ষকদের জন্য সুসংবাদ: ৬৫ হাজার প্রধান শিক্ষকেরা পাচ্ছেন ১০ম গ্রেড

সৌদি-বাংলাদেশ বিজনেস সামিট সমাপ্ত : খাদ্য-পানীয় ও আবাসন খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি ব্যবসায়ীরা

ঢাকা : তিন দিনব্যাপী সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট ২০২৫ শেষ হওয়ার পর বাংলাদেশে খাদ্য-পানীয় (ফুড অ্যান্ড বেভারেজ) এবং আবাসন (রিয়েল এস্টেট) খাতে বিনিয়োগে জোরালো আগ্রহ প্রকাশ করেছে সফররত সৌদি আরবের ব্যবসায়ী প্রতিনিধিদল।

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছে সৌদি আরব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই)।

দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে ৫৩ বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলন শেষ হওয়ায় উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিনিয়োগের নতুন ক্ষেত্র খাদ্য, আইটি ও স্বাস্থ্যসেবা : সংবাদ সম্মেলনে এসএবিসিসিআই -এর সভাপতি আশরাফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশে সম্ভাব্য সৌদি বিনিয়োগের বাজার বিশ্লেষণ করতে সৌদি ব্যবসায়ী প্রতিনিধিদলটি বিভিন্ন কোম্পানি পরিদর্শন করেছে।তিনি উল্লেখ করেন, সৌদি আরব তাদের বিনিয়োগের জন্য বৈচিত্র্যময় ক্ষেত্র খুঁজছে। এর মধ্যে খাদ্য ও পানীয়, আইটি, স্বাস্থ্যসেবা এবং জ্বালানি খাত সৌদি বিনিয়োগকারীদের কাছ থেকে অগ্রাধিকার পাচ্ছে।

স্বাস্থ্য খাতে দক্ষ জনশক্তি চায় সৌদি আরব:সম্মেলনে অংশ নেওয়া সৌদি আরবের আল-তাইয়্যিবাহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং স্বাস্থ্য খাত বিশেষজ্ঞ ড. খালিদ আল হারবি সফরে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির বিশাল সম্ভাবনা দেখছে প্রতিনিধিদল।

ড. আল হারবি বলেন, “সৌদি আরবের অনেক ব্যবসায়ী বাংলাদেশের শ্রমিকদের সঙ্গে কাজ করেন। তারা বাংলাদেশের মানুষের কাজের নীতি ও উদ্ভাবনী কৌশলকে কাজে লাগিয়ে সৌদি আরব এবং বাংলাদেশের উৎপাদনশীল খাতে অবদান রাখতে আগ্রহী।

“তিনি আরও জোর দিয়ে বলেন, সৌদি আরবের স্বাস্থ্যসেবা খাতে, বিশেষ করে নার্সিং সেবার জন্য বাংলাদেশের দক্ষ জনশক্তির বিশেষ প্রয়োজন রয়েছে। সৌদি ব্যবসায়ীরা সৌদি আরবের শ্রমবাজারের উন্নয়ন ও অগ্রগতির জন্য বাংলাদেশি নাগরিকদের অব্যাহত অবদানের জন্য ধন্যবাদ জানান।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন এসএবিসিসিআই-এর সহ-সভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ এবং প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উম্মে চৌধুরী (উজমা চৌধুরী)।

সম্মেলনের গুরুত্বপূর্ণ দিক :সোমবার বনানীর হোটেল শেরাটনে শুরু হওয়া তিন দিনব্যাপী এই বিজনেস সামিট আজ (বুধবার) শেষ হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

উদ্বোধনী পর্বে বাংলাদেশের বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগের সম্ভাবনা ও সুযোগ নিয়ে বেশ কয়েকটি উপস্থাপনা করা হয়।এই শীর্ষ সম্মেলনের উপলক্ষে এসএবিসিসিআই-এর আনুষ্ঠানিক উদ্বোধনও করা হয়।

চেম্বারটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন।চেম্বার উদ্বোধনের এই অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান-সহ জামায়াত-ই-ইসলামী এবং এনসিপি (ন্যাশনাল সিটিজেন পার্টি)-এর নেতারাও উপস্থিত ছিলেন।

২০ সদস্যের প্রতিনিধিদল : সফররত ২০ সদস্যের সৌদি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন শেখ ওমর আব্দুলহাফিজ আমিরবকশ, যিনি মাজদ আল উমরান গ্রুপের কর্ণধার। এই গ্রুপের হসপিটালিটি ও আবাসনসহ বেশ কিছু খাতে ব্যবসা রয়েছে। প্রতিনিধিদলে আরও ছিলেন আল ইসায়ি গ্রুপের পরিচালক নাজি আব্দুল্লাহ এবং বাদশাহ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আসিফ সালাম, যিনি একটি আইটি কোম্পানিরও মালিক।