সোমবার ১৪ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

রমজান একজন ভারসাম্যপূর্ণ ও মধ্যপন্থী মানুষ হতে শেখায়: উপাচার্য, ইসলামী বিশ্ববিদ্যালয়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

ঢাকা, ১৩:- মার্চ- ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নাসরুল্লাহ বলেছেন যে পবিত্র রমজান একজন ভারসাম্যপূর্ণ ও মধ্যপন্থী মানুষ হতে শেখায়।

শিক্ষার্থী এবং সকল ধরণের মানুষ প্রকৃত মানুষ হয়ে জাতির সেবা করার জন্য রমজানের এই আদর্শকে তাদের জীবনে ধারণ করতে পারে।

বুধবার ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (আই ইউএএ) আয়োজিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ইফতার পার্টিতে’ প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন এর সভাপতি নাজমুল হক সাঈদীর সভাপতিত্বে ইফতার-পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আবুল কালাম পাটোয়ারী, ও হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মনজারুল আলম।

অন্যান্যদের মধ্যে অধ্যাপক নাসির উদ্দিন, অধ্যাপক আব্দুল করিম, ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আসাদুল্লাহ, ব্যাংকার জিল্লুর রহমানসহ, অনুষ্ঠান ব্যবস্থাপক ও ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন সাধারণ সম্পাদক আবদুল হাই সহ আরও অনেক পেশাজীবী বক্তব্য রাখেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল মান্নান অনুষ্ঠান পরিচালনা করেন।

উক্ত অনুষ্ঠানে শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, আলেম-ওলামা, গবেষণা, আইনজীবীসহ বিভিন্ন পেশায় নিয়োজিত অ্যালামনাইবৃন্দ  উপস্থিতি ছিলেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন এর সভাপতি নাজমুল হক সাঈদীর সভাপতিত্বে

অধ্যাপক নাসির উদ্দিন, অধ্যাপক আব্দুল করিম, ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আসাদুল্লাহ, ব্যাংকার জিল্লুর রহমানসহ আরও অনেক পেশাজীবী বক্তব্য রাখেন।

আরও পড়ুন