সোমবার ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ:
গণভোটের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে: তথ্য উপদেষ্টা পল্লী বিদ্যুতের ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে যাবে ‘হ্যাঁ’ লিফলেট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মো. কাওসার আলম জলবায়ু পরিবর্তন ও ট্রাম্প: গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি বনাম বাস্তবতা গ্রিনল্যান্ড কিনতে ইউরোপীয় দেশগুলোর ওপর ট্রাম্পের ১০% শুল্ক আরোপের ঘোষণা লগারহেড কচ্ছপ ‘গুমুশ’-এর বিস্ময়কর যাত্রা: সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধিই কি কারণ?

বেগম খালেদা জিয়ার প্রয়াণে ব্যবসায়ীদের শোক: ‘দেশের অর্থনৈতিক ও গণতান্ত্রিক বিবর্তনের এক অনন্য অধ্যায়’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন ও শিল্পগোষ্ঠীর নেতারা। পৃথক শোকবার্তায় দেশের শীর্ষ ব্যবসায়িক সংগঠনগুলো তাঁকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার এক অবিস্মরণীয় পথপ্রদর্শক হিসেবে অভিহিত করেছে।

এফবিসিসিআই: কৃতজ্ঞ জাতি চিরকাল স্মরণ রাখবে

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই (FBCCI) এক শোকবার্তায় বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে। এফবিসিসিআই-এর প্রশাসক মোঃ আবদুর রহিম খান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষায় তাঁর অক্লান্ত সংগ্রাম ও অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। তিনি আরও উল্লেখ করেন যে, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দেশের বাণিজ্যিক প্রবৃদ্ধির জন্য একটি স্থিতিশীল ভিত্তি তৈরি করে দিয়েছিল।

বিজিএমইএ ও বিকেএমইএ: অর্থনৈতিক মুক্তির আইকন

তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ (BGMEA) সভাপতি মাহমুদ হাসান খান জানান, দেশের সামগ্রিক উন্নয়ন ও সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তিতে বেগম জিয়ার ভূমিকা বাংলাদেশের ইতিহাসে ‘স্বর্ণাক্ষরে’ লেখা থাকবে। অন্যদিকে, বিকেএমইএ (BKMEA) সভাপতি মোহাম্মদ হাতেম তাঁকে গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক হিসেবে বর্ণনা করে বলেন, দেশের শিল্প অবকাঠামো উন্নয়নে তাঁর অবদান ছিল বর্ণনাতীত।

ডিসিসিআই ও বিটিএমএ: মুসলিম বিশ্বের অন্যতম নারী নেত্রী

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (DCCI)-এর সভাপতি আশরাফ আহমেদ এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (BTMA)-এর সভাপতি শওকত আজিজ রাসেল তাঁর ঐতিহাসিক মাইলফলকের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকার প্রধান হিসেবে তিনি আধুনিক ব্যবসার জন্য প্রয়োজনীয় আর্থ-সামাজিক অধিকার প্রতিষ্ঠায় আজীবন প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।

ডিএসই ও বেসিস: সততা ও সাহসের প্রতীক

ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE)-এর চেয়ারম্যান মমিনুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এক যৌথ বিবৃতিতে বেগম জিয়ার সততা ও জনকল্যাণের প্রতি অটল অঙ্গীকারের প্রশংসা করেন। তাঁরা জাতীয় অর্থনৈতিক কাঠামো সুদৃঢ়করণে তাঁর অনন্য ভূমিকার কথা তুলে ধরেন। একইভাবে, বেসিস (BASIS)-এর প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান বলেন, জাতি আজ একজন ‘সাহসী অভিভাবক’ ও ‘উজ্জ্বল নক্ষত্র’কে হারালো।

বাজুস: এক মহাকালের সমাপ্তি

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (BAJUS)-এর সভাপতি এনামুল হক খান তাঁর প্রয়াণকে ‘একটি যুগের অবসান’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রীই ছিলেন না, বরং তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

ব্যবসায়ী সংগঠনের এই সকল নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং মরহুমার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন।