সোমবার ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ:
গণভোটের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে: তথ্য উপদেষ্টা পল্লী বিদ্যুতের ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে যাবে ‘হ্যাঁ’ লিফলেট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মো. কাওসার আলম জলবায়ু পরিবর্তন ও ট্রাম্প: গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি বনাম বাস্তবতা গ্রিনল্যান্ড কিনতে ইউরোপীয় দেশগুলোর ওপর ট্রাম্পের ১০% শুল্ক আরোপের ঘোষণা লগারহেড কচ্ছপ ‘গুমুশ’-এর বিস্ময়কর যাত্রা: সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধিই কি কারণ?

বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুকের মেয়াদ ৫ বছর বাড়ালো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্পের বিপরীতে ইস্যুকৃত ৮,০০০ কোটি টাকা মূল্যের প্রথম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক-এর মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

পাঁচ বছর মেয়াদি এই সুকুকটির বর্তমান মেয়াদপূর্তির তারিখ ছিল ২৯ ডিসেম্বর, ২০২৫। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সুকুকটির পরবর্তী মেয়াদপূর্তির তারিখ হবে ২৯ ডিসেম্বর, ২০৩০

সুকুকধারীদের স্বার্থ সংরক্ষণ এবং শরীয়াহ নীতিমালা অনুসরণ নিশ্চিত করতে এই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অধীনে গঠিত শরীয়াহ অ্যাডভাইজরি কমিটির সুপারিশ এবং সরকারের ক্যাশ অ্যান্ড ডেট ম্যানেজমেন্ট কমিটি (সিডিএমসি)-এর অনুমোদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে প্রয়োজনীয় সকল আনুষঙ্গিক দলিল রবিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত শরীয়াহ অ্যাডভাইজরি কমিটির সভায় অনুমোদন করা হয়।

বর্ধিত মেয়াদে ইজারাকৃত সুকুক সম্পদ ব্যবহারের বিপরীতে সরকার মোট ৩,৮০৪ কোটি টাকা ভাড়া হিসেবে প্রদান করবে। যদিও হিসাব অনুযায়ী বার্ষিক ভাড়ার হার ৯.৫১ শতাংশ নির্ধারিত, তবে বর্তমান কার্যকর হার ৪.৬৯ শতাংশ। বিনিয়োগকারীরা ষাণ্মাসিক ভিত্তিতে সমানুপাতিক হারে এই ভাড়া বা মুনাফা পাবেন।

বর্ধিত মেয়াদে বিনিয়োগকারীরা চাইলে আগের মতোই তাদের সুকুক ধরে রাখতে পারবেন। তবে, যদি কোনো বিনিয়োগকারী বিনিয়োগ অব্যাহত রাখতে না চান, তাহলে তিনি নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ‘স্পেশাল পারপাস ভেহিকল’—ইসলামিক সিকিউরিটিজ সেকশন (ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট)-এর কাছে আবেদন করে মূল মেয়াদপূর্তির তারিখে, অর্থাৎ ২৯ ডিসেম্বর, ২০২৫ তারিখে, তাদের সুকুক নগদায়ন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সুকুক নগদায়ন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা খুব শীঘ্রই সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।