বুধবার ১০ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ:
বিএপিএলসির সভাপতি রিয়াদ মাহমুদ, সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ ঢাবিতে চার দিনব্যাপী বিআইআইটি-আইআইআইটি উইন্টার স্কুল শুরু চলতি বছরে ৩০ নভেম্বর পর্যন্ত জনশক্তি রপ্তানি ১০ লক্ষাধিক খ্যাতিমান অর্থনীতিবিদ মোহাম্মদ জহুরুল ইসলামের ইন্তেকাল: বিআইআইটি-এর শোক নতুন পাঠ্যবই মুদ্রণ ও বিতরণে বিঘ্নের আশঙ্কা নেই: সালেহউদ্দিন বাংলাদেশের ঐতিহাসিক শ্রম সংস্কার, বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ ফরেন এক্সচেঞ্জ বাজার স্থিতিশীল রাখতে ১৩ ব্যাংক থেকে ২০২ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক বিজিএমইএ এর স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ: আরও ৪টি হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর মিরসরাইয়ের বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানির ১০.৩২ মিলিয়ন ডলার বিনিয়োগ

প্রিন্টিং খরচ বেড়ে যাওয়ায় প্রকাশক ও বিক্রেতারা বই সেক্টর ব্যাংক ঋণে ভর্তুকি ও সরকারকে নীতি সহায়তা দিতে হবে : বাপুস’র বার্ষিক সভায় বক্তারা

ঢাকা, অক্টোবর ২৫: বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) এর ঢাকা এর বার্ষিক সাধারণ সভায় বক্তারা কাগজ ও প্রিন্টিং খরচ বেড়ে যাওয়ায় ব্যসায় টিকে থাকার জন্য সরকারের কাছে ব্যাংক ঋণে ভর্তুকি ও নীতি সহায়তার দাবি জানান।

আজ শনিবার বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) এর ঢাকা এর ৪২তম বার্ষিক সাধারণ সভায় তারা এসব কথা বলেন।সভাটি বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা আরো বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবন যাত্রার ব্যায় বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা তাদের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পুস্তক প্রকাশনা ও বিক্রির ব্যবসায় টিকে থাকতে কঠিন সংগ্রাম করেন। তাদের ব্যবসাকে টিকিয়ে রাখতে সৃজনশীল পুস্তক প্রকাশে সরকারকে ভর্তুকি দিতে হবে। করণ এটা শুধু ব্যবসা ব্যাবসা নয়, এটা একটি সমাজসেবা মূলক কাজও।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, নিত্যনতুন বৈজ্ঞানিক আবিষ্কার মানুষের পাঠ অভ্যাসের পরিবর্তন করছে। তারপরও বই পাঠই জ্ঞানার্জনের শক্তিশালী মাধ্যম হিসেবে টিকে থাকবে। আর এজন্য দরকার হবে ভালো বইয়ের।

তিন বলেন বিশ্বের প্রায় ২০০ টি ভাষায় সংবাদ পত্র প্রকাশিত হচ্ছে, এখানে বৈশ্বিক পর্যায়ে বাংলা ভাষার একটা শক্তিশালী অবস্থান আছে। ভালো বই প্রকাশ বাংলা ভাষাকে আরও শক্তিশালী করবে। তবে বই প্রকাশ ও বিক্রেতাকে পরিচ্ছন্ন চিন্তা থাকতে হবে।

অনুষ্ঠানে মূল বক্তা বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল আজিজ বলেন বই বিক্রি বৃদ্ধি করতে হলে নামমাত্র মূল্যে বাংলা একাডেমির স্টল বরাদ্দ দিতে হবে, যাতে ছোট প্রকাশকরাও তাদের বই প্রকাশ করতে পারে।

তিনি সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সরকারি বাংলো ও প্রতিষ্ঠানের আঙিনায় বিনা ভাড়ায় বইমেলার আয়োজন করার উদ্যোগ নিতে প্রকাশকদের প্রতি আহ্বান জানান।

ডঃ আজিজ বলেন যতবেশি বই মেলা হবে, মানুষের মধ্যে বই এর পরিচিতি বাড়বে, নতুন পাঠক তৈরি হবে এবং বই বিক্রি বাড়বে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাপুস’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি- মাহমুদুল হাসান, মোহাম্মদ গোলাম এলাহী জায়েদ, মুহাম্মদ সাজেদুল ইসলাম, মো. আলমগীর, কাজী শাহ আলম, শেখ আজিজুল ইসলাম, মোহাম্মদ আবু সাঈদ।পুস্তক ব্যবসায়ী সমিতির ঢাকা এর ভারপ্রাপ্ত সভাপতি মো. নেছার উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস.এম. লুৎফর রহমান ও মাহমুদ হাসান বিপ্লব এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এম এ মুসাসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালকবৃন্দ এবং রাজধানী শাখার কোষাধ্যক্ষ শ্রী শিপন চন্দ্র পালসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, থানা শাখাগুলোর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ সকল সদস্যবৃন্দ ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।