নিজস্ব প্রতিবেদক, ঢাকা — উৎসবমুখর পরিবেশে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (BBCFEC) শুরু হয়েছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (DITF)। শনিবার (৩ জানুয়ারি, ২০২৬) বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ‘কাগজ ও মোড়কজাত পণ্য’ (Paper and Packaging Products)-কে ২০২৬ সালের ‘বর্ষপণ্য’ বা প্রোডাক্ট অফ দ্য ইয়ার হিসেবে ঘোষণা করেছেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে ১ জানুয়ারির পরিবর্তে আজ ৩ জানুয়ারি মেলাটি শুরু হলো।
মেলার মূল লক্ষ্য ও নতুন উদ্যোগ উদ্বোধনী বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, “বাণিজ্য মেলা কেবল পণ্য প্রদর্শনী নয়; এটি বাংলাদেশের নতুন উদ্ভাবন এবং বাণিজ্যিক উন্নয়নের একটি প্রতিফলন।” তিনি জানান, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা, নতুন আন্তর্জাতিক বাজার খোঁজা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দেশের অর্থনৈতিক কূটনীতি শক্তিশালী করাই এই মেলার প্রধান লক্ষ্য।

পরিবেশবান্ধব মেলা: পলিথিন নিষিদ্ধ পরিবেশ সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে এবারের মেলায় পলিথিন ব্যাগ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক (Single-use plastic) সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মেলায় আসা দর্শনার্থীদের সুবিধার্থে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সাশ্রয়ী মূল্যে পরিবেশবান্ধব শপিং ব্যাগ সরবরাহ করছে।
মেলার পরিসর ও অংশগ্রহণকারী এবারের ৩০তম আসরে দেশি-বিদেশি বিভিন্ন ক্যাটাগরির মোট ৩২৪টি প্যাভিলিয়ন, স্টল এবং রেস্তোরাঁ অংশ নিয়েছে। স্থানীয় শিল্প উদ্যোক্তাদের পাশাপাশি বেশ কিছু আন্তর্জাতিক কোম্পানিও তাদের পণ্য নিয়ে মেলায় হাজির হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং এফবিসিসিআই (FBCCI) প্রশাসক মো. আবদুর রহিম খান।