রবিবার ১২ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
ট্রাম্পের এক ঘোষণায় ২ ট্রিলিয়ন ডলার বাজারমূলধন উধাও: যুক্তরাষ্ট্র পুঁজিবাজারে বড় পতন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক দূতের বৈঠক মিরসরাই ইকোনমিক জোনসহ সব অর্থনৈতিক অঞ্চলে ট্রেন যোগাযোগ স্থাপনের উদ্যোগ জেপি মরগ্যান সিইও’র সতর্কবার্তা: ৬ মাস থেকে ২ বছরের মধ্যে মার্কিন শেয়ারবাজারে বড় ধস নামতে পারে বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে আরো ২০৮ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক সূদের হার কমানো ও রপ্তানি সহায়তা তহবিল বৃদ্ধির তাগিদ: গভর্নরের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এফবিসিসিআই‘র ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক ইসলামী ব্যাংকের ‘দখল করা শেয়ার’ প্রকৃত মালিকদের কাছে ফেরতের দাবি জানিয়ে ব্যবসায়ীদের আল্টিমেটাম সরকারি প্রাথমিক শিক্ষকদের জন্য সুসংবাদ: ৬৫ হাজার প্রধান শিক্ষকেরা পাচ্ছেন ১০ম গ্রেড

নারীর দক্ষতা ও কর্মসংস্থান উন্নয়নে দুই দিনব্যাপী ‘হারআইজন ফেস্ট ২০২৫’ এর উদ্বোধন

ঢাকা:জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর উদ্যোগে এবং জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা (জিআইজেড)-এর কারিগরী সহায়তায় রাজধানীতে দুই দিনব্যাপী (০৬-০৭ অক্টোবর)

হারআইজন ফেস্ট ২০২৫: সেলেব্রেটিং ওমেন, স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট’-এর উদ্বোধন করা হয়েছে । এই আয়োজনের লক্ষ্য হলো নারীর ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করা ।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটির উদ্বোধন করেন ।

বক্তাদের মূল বক্তব্য:

অনুষ্ঠানে বক্তারা নারীর কর্মসংস্থান, নিরাপদ পরিবেশ এবং নীতিনির্ধারণী পর্যায়ে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

  • প্রধান অতিথি ড. এম সাখাওয়াত হোসেন বলেন, নারীর প্রকৃত ক্ষমতায়ন তখনই সম্ভব, যখন তারা শুধু প্রশিক্ষণ ও কর্মসংস্থানে নয়, নীতিনির্ধারণী পর্যায়েও সক্রিয় ভূমিকা রাখবেন । তিনি গার্মেন্টস খাতে বাংলাদেশের নারী শ্রমিকদের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে নারীর নিরাপদ কর্মপরিবেশ, নেতৃত্ব বিকাশ এবং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দেন ।
  • প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত (উপদেষ্টা পদমর্যাদা)

লুৎফে সিদ্দিকী অনলাইনে যুক্ত হয়ে বলেন, বাংলাদেশের উন্নয়নযাত্রায় নারীরা কেবল অংশগ্রহণকারী নন, বরং অন্যতম চালিকাশক্তি 6। তিনি দক্ষতা উন্নয়ন ও কর্মক্ষেত্রে নারীর সমান সুযোগ নিশ্চিত করতে সরকার, বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের যৌথভাবে কাজ করার আহ্বান জানান ।

  • প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব

মোঃ সাইফুল্লাহ পান্না উল্লেখ করেন যে, এনএসডিএ পূর্ণ সক্ষমতায় কাজ করলে দেশের বেকারত্বের বড় অংশ সমাধান সম্ভব । তিনি বলেন, দেশের শ্রমশক্তির অর্ধেকই নারী, যাদের সম্পৃক্ততা জিডিপি গ্রোথ, রেমিট্যান্স এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।

  • জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ

বলেন, নারীর ক্ষমতায়ন শুধুমাত্র নারীর নয়, সকলের, এবং এটি সফল হবে শুধুমাত্র সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে । তিনি বাংলাদেশের নারীর ক্ষমতায়ন কার্যক্রমে জার্মানির সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন ।

  • অনুষ্ঠানের সভাপতি ও এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী

বলেন, এনএসডিএ জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি ২০২২-এর আলোকে নারী, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিমূলক ও বাজারমুখী দক্ষতা উন্নয়নে কাজ করছে ।

 

আয়োজনের লক্ষ্য ও অংশগ্রহণ: দুই দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন আলোচনা, কর্মশালা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে  নারী নেতৃত্ব, দক্ষতা উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থানের সুযোগ তুলে ধরা হয়েছে ।

প্রথম দিনের ইন্টারঅ্যাকটিভ কর্মশালায় জেন্ডার-সেন্সিটিভ সক্ষমতা ভিত্তিক প্রশিক্ষণ, বেসরকারি খাতের অংশগ্রহণ এবং সুবিধাবঞ্চিতদের সমান সুযোগের ওপর গুরুত্ব আরোপ করা হয় । এই উৎসব নারীর ক্ষমতায়ন ও টেকসই দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে একটি কার্যকরী প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিভিন্ন মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, শিক্ষাবিদ, বেসরকারি খাত ও শিল্প দক্ষতা পরিষদের প্রতিনিধিবৃন্দসহ

৪৫০-এর বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন । নেপাল, যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া, জার্মানি এবং ইউনিসেফের আন্তর্জাতিক বিশেষজ্ঞরা নারীদের অন্তর্ভুক্তিমূলক কারিগরি শিক্ষা ও ভবিষ্যৎ দক্ষতা নিয়ে বৈশ্বিক অভিজ্ঞতা শেয়ার করেন ।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লাহ পান্না এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ) শোয়াইব আহমাদ খান । গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ ।