সোমবার ১৪ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

দুদকের আদেনে, এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার জব্দ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন ৪২টি কোম্পানির ৪৩৭ কোটি ৮৫ লাখ ২ হাজার ২৪৪টি শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। এসব শেয়ারের বাজার মূল্য ৫ হাজার ১০৯ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার ২৬০ টাকা।

দুদক তাদের আবেদনে উল্লেখ করেছে যে, সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস এবং অন্যান্য দেশে ১ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সময় তাদের মালিকানাধীন ৪২টি কোম্পানিতে ৪৩৭ কোটি ৮৫ লাখ ২ হাজার ২৪৪টি শেয়ারের সন্ধান পাওয়া যায়। এসব শেয়ারের বাজার মূল্য ৫ হাজার ১০৯ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার ২৬০ টাকা।

দুদক আরও জানায় যে, অনুসন্ধানকালে তারা জানতে পারে যে, সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা এসব শেয়ার হস্তান্তরের চেষ্টা করছেন। যদি তারা সফল হয়, তাহলে দুদকের অনুসন্ধান, মামলা দায়ের, আদালতে অভিযোগপত্র দাখিল এবং বিচার প্রক্রিয়া শেষে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সকল উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাবে। এই কারণে, মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ১৪ ধারা অনুযায়ী এসব শেয়ার এবং শেয়ার থেকে প্রাপ্ত সকল মুনাফা অবরুদ্ধ করা অত্যন্ত জরুরি। শুনানি শেষে আদালত এসব সম্পদ অবরুদ্ধ করার আদেশ দেন।

এর আগে, গত ৩০ জানুয়ারি আদালত এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের নামে থাকা ১৭৫ বিঘা জমি জব্দের আদেশ দেন, যার মূল্য ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা। এছাড়াও, ১৪ জানুয়ারি তাদের ২০০ কোটি টাকার স্থাবর সম্পদ এবং ৮৭টি হিসাবে ২৫ কোটি ৭৭ লাখ ৯০ হাজার ৩৫১ টাকা অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়। ১৬ জানুয়ারি এস আলম পরিবারের ২৪টি কোম্পানির ৩২ কোটি ১০ লাখ ১৯ হাজার ৪৭৮টি শেয়ার জব্দ করা হয়, যার মূল্য ৩ হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার ৩০০ টাকা। গত বছরের ৭ অক্টোবর আদালত এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনসহ পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

আরও পড়ুন