আন্তর্জাতিক মান ও কারিকুলাম আধুনিকায়ন মতবিনিময় সভায় লুৎফে সিদ্দিকী বলেন, বর্তমান বিশ্বের পরিবর্তনশীল শ্রমবাজারের সাথে তাল মেলাতে দক্ষতা উন্নয়নে যুগোপযোগী ও নিয়মিত হালনাগাদকৃত কারিকুলামের কোনো বিকল্প নেই। তিনি বলেন, “দেশের স্কিলস ইকোসিস্টেমকে শক্তিশালী করতে হলে কারিকুলাম আপডেটের পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি খাতের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন যে, জাপান, সিঙ্গাপুর এবং সৌদি আরবের মতো দেশগুলোতে দক্ষ জনবল সরবরাহের জন্য এখন থেকেই লক্ষ্যভিত্তিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। এজন্য দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা নিরূপণে বেসরকারি সেক্টর ও ব্যবসায়িক সংগঠনসমূহকে সরাসরি সম্পৃক্ত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রযুক্তি ও ট্র্যাকিং সিস্টেমের ওপর গুরুত্ব প্রধান অতিথি তাঁর বক্তব্যে ন্যাশনাল স্কিলস পোর্টালকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ দেন। একইসঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবল কোথায় কর্মসংস্থানে যুক্ত হচ্ছে, তা পর্যবেক্ষণের জন্য একটি কার্যকর ‘ট্র্যাকিং সিস্টেম’ প্রণয়ন করার উদ্যোগ নিতে এনএসডিএ-কে নির্দেশনা প্রদান করেন।
এনএসডিএ-এর বর্তমান চিত্র ও পরিকল্পনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী। তিনি এনএসডিএ-এর বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে সমন্বিত উদ্যোগের অগ্রগতি তুলে ধরেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের উচ্চপর্যায়ের এই সহযোগিতা দক্ষতা উন্নয়ন খাতকে আরও বেগবান করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব (সংযুক্ত) জনাব মোঃ মাহমুদুল হোসাইন খান। এছাড়া এনএসডিএ-এর সদস্য, পরিচালক, পরামর্শক এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভা শেষে জনাব লুৎফে সিদ্দিকী এনএসডিএ-এর বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন।