সোমবার ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ:
গণভোটের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে: তথ্য উপদেষ্টা পল্লী বিদ্যুতের ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে যাবে ‘হ্যাঁ’ লিফলেট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মো. কাওসার আলম জলবায়ু পরিবর্তন ও ট্রাম্প: গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি বনাম বাস্তবতা গ্রিনল্যান্ড কিনতে ইউরোপীয় দেশগুলোর ওপর ট্রাম্পের ১০% শুল্ক আরোপের ঘোষণা লগারহেড কচ্ছপ ‘গুমুশ’-এর বিস্ময়কর যাত্রা: সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধিই কি কারণ?

কৈলাশটিলা কূপে নতুন গ্যাসের মজুদ, দৈনিক গ্রিডে যুক্ত হবে ৫ মিলিয়ন ঘনফুট

ঢাকা, ২০ নভেম্বর – সিলেটের কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের ১ নম্বর কূপে ওয়ার্কওভার (পুনঃখনন) কার্যক্রম সফলভাবে শেষ হওয়ার পর নতুন করে গ্যাসের মজুদ পাওয়া গেছে। এই কূপটি থেকে দৈনিক প্রায় পাঁচ মিলিয়ন ঘনফুট (৫ MMCFD) গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

পেট্রোবাংলা বৃহস্পতিবার (২০ নভেম্বর) এই তথ্য জানিয়েছে এবং আশা করা হচ্ছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই এই নতুন গ্যাস জাতীয় গ্যাস গ্রিডে যুক্ত হবে।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের আওতাধীন কৈলাশটিলা-১ নম্বর কূপের ওয়ার্কওভার কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। বন্ধ থাকা এই কূপটির ওয়ার্কওভার কাজ চলতি বছরের ১২ আগস্ট বাপেক্সের নিজস্ব রিগ ‘বিজয়-১২’ এর মাধ্যমে শুরু করা হয়েছিল।

পেট্রোবাংলা আরও জানিয়েছে, কৈলাশটিলা-১ নম্বর কূপটি থেকে প্রথম গ্যাস পাওয়া গিয়েছিল ১৯৬১ সালে। ২০১৯ সাল পর্যন্ত গ্যাস উত্তোলনের পর কূপটি বন্ধ হয়ে যায়। পুরানো এই কূপে পুনরায় ওয়ার্কওভার করে আবারও গ্যাস পাওয়া গেলো, যা একটি উল্লেখযোগ্য সফলতা।

বর্তমানে কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের ২, ৬, ৭ ও ৮ নম্বর কূপ থেকে মোট ৪৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। নতুন করে ১ নম্বর কূপ থেকে ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হলে দেশের গ্যাস সরবরাহ আরও বাড়বে।

উল্লেখ্য, সিলেট গ্যাসক্ষেত্রের মোট ১৪টি কূপের ওয়ার্কওভার কাজ চলমান রয়েছে। এর মধ্যে কৈলাশটিলা-১ সহ মোট সাতটি কূপের ওয়ার্কওভার শেষ হয়েছে এবং সব ক’টিতেই গ্যাসের মজুদ পাওয়া গেছে।