ঢাকা, নভেম্বর ২০: মানি লন্ডারিংয়ে এস আলম গ্রুপের জড়িত থাকার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের (বিবি’স) গভর্নর ড. আহসান এইচ মনসুরের মতামতকে হুমকি মনে করছে গ্রুপটি।
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম বিবির বিরুদ্ধে ভীতি প্রদর্শন করার অভিযোগ করেছেন। তবে তিনি বিশ্বাস করেন যে সিঙ্গাপুরের নাগরিকত্ব এবং আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তির অধীনে এই ‘ভীতি প্রদর্শনের ব্যবস্থা’ থেকে তিনি রক্ষা পাবেন।
তবে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা এই প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
যুক্তরাজ্যভিত্তিক দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এস আলম ও তার পরিবারের সদস্যদের পক্ষে আইনজীবীরা এ বিষয়ে বিবিকে চিঠি দিয়েছেন। চিঠিতে এস আলম গ্রুপ বিবির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার হুমকিও দিয়েছে।
গভর্নর আহসান এইচ মনসুর সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের আমলে এস আলম গ্রুপ ব্যাংকিং ব্যবস্থা থেকে ১ লাখ ২০ হাজার কোটি টাকা পাচার করেছে।
সেই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে এস আলম পরিবারের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকে একটি চিঠি পাঠিয়েছে আইন সংস্থা কুইন ইমানুয়েল উরকুহার্ট অ্যান্ড সুলিভান।
ফিন্যান্সিয়াল টাইমস চিঠির একটি অনুলিপি পেয়েছে বলে জানিয়েছে। চিঠিতে অভিযোগ করা হয়েছে যে, গভর্নর আহসান এইচ মনসুর জনসমক্ষে এস আলম গ্রুপের বিরুদ্ধে ভিত্তিহীন ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এটি ছিল এস আলম গ্রুপের বিরুদ্ধে একটি ‘ভীতিকর’ বক্তব্য।
ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই চিঠি এবং আন্তর্জাতিক সালিশি মামলার হুমকি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এস আলম গ্রুপের এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রতিক্রিয়া।
বিবি জানায়, সাইফুল আলম বাংলাদেশের আইন অনুযায়ী বিদেশে বিনিয়োগের কোনো অনুমোদন নেননি। বিদেশে বৈধভাবে বিনিয়োগ করা দেশের বেশ কয়েকটি কোম্পানির তালিকায় সাইফুল আলমের নাম নেই।