নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনে বিজয়ী হলে কারো বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে না বরং সবাইকে ক্ষমা করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা জনগণের সম্পদ বা কালো টাকার দিকে হাত বাড়াবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) দুপুরে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইনসাফভিত্তিক সমাজ ও চাঁদাবাজমুক্ত দেশ
ক্ষমতায় গেলে দেশে কোনো চাঁদাবাজ ও সিন্ডিকেট ব্যবসা থাকতে দেওয়া হবে না উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা জয়ী হলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব। মানুষের সম্পদ ও ইজ্জতের দিকে কেউ হাত বাড়াতে পারবে না। আমরা কোনো আধিপত্যের কাছে মাথা নত করব না।”
নারী অধিকার ও যুবসমাজের সংস্কার
জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা ও অসম্মানের কঠোর সমালোচনা করে তিনি বলেন, একদিকে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, অন্যদিকে নারীদের মর্যাদা ক্ষুণ্ন করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের যুবকেরা পুরোনো ও জীর্ণ রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশে আমূল সংস্কার চায়।
১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোটের ডাক
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়ে দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াত আমির। তিনি মন্তব্য করেন, “ভোট মানে দুটি পথ—হ্যাঁ এবং না। হ্যাঁ ভোট মানে স্বাধীনতা, আর না ভোট মানে পরাধীনতা।”
জনসভার বিশদ
সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন:
- অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারি জেনারেল, জামায়াতে ইসলামী।
- রাশেদ প্রধান, সহসভাপতি ও মুখপাত্র, জাগপা।
- নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় সভাপতি, ইসলামী ছাত্রশিবির।
এছাড়াও সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থীরা জনসভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। জনসভাকে কেন্দ্র করে সাতক্ষীরা ও আশপাশের এলাকা থেকে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।