আন্তর্জাতিক ডেস্ক | ২৬ জানুয়ারি ২০২৬
ভয়াবহ তুষারঝড়, তুষারপাত ও হাড়কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল। ‘ফার্ন’ (Fern) নামক এই শক্তিশালী শীতকালীন ঝড়ের প্রভাবে দেশজুড়ে বিমান চলাচল ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রগামী ও অভ্যন্তরীণ রুটের অন্তত ১৫ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিলম্বিত হয়েছে আরও কয়েক হাজার ফ্লাইট।
স্থবির বিমান যোগাযোগ ও যাত্রী দুর্ভোগ
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটঅ্যাওয়ার’-এর তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত ১৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে টেক্সাসের ডালাস-ফোর্ট ওয়ার্থ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে (৮২৮টি)। এরপরই রয়েছে নর্থ ক্যারোলিনার শার্লট ডগলাস (৭৫১টি), নিউ ইয়র্কের জেএফকে (৭২৮টি), নিউ জার্সির নেওয়ার্ক (৬৮২টি) এবং জর্জিয়ার হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা এয়ারপোর্ট (৬৮০টি)।
আমেরিকান এয়ারলাইনস এবং ডেল্টা এয়ারলাইনস এককভাবে ৪,০০০-এর বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। সাউথওয়েস্ট এবং ইউনাইটেড এয়ারলাইনসও তাদের প্রায় ৩,০০০ ফ্লাইট স্থগিত করেছে।
বিদ্যুৎ বিপর্যয় ও জনজীবন
ঝড় ও বরফবৃষ্টির কারণে বৈদ্যুতিক সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৮ লাখ ২০ হাজার গ্রাহক বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। বিশেষ করে মিসিসিপি, টেক্সাস এবং টেনেসি অঙ্গরাজ্যের বাসিন্দারা চরম বিদ্যুৎ সংকটে ভুগছেন। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS) সতর্ক করেছে যে, সোমবার তুষারপাত কিছুটা কমলেও আগামী কয়েক দিন তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে, যা অবকাঠামো ও যাতায়াতের জন্য আরও ঝুঁকিপূর্ণ হতে পারে।
২০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে অন্তত ১২টি অঙ্গরাজ্যে ফেডারেল জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সব মিলিয়ে দেশটির ২০টি অঙ্গরাজ্যে স্থানীয়ভাবে জরুরি অবস্থা জারি রয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক বার্তায় বলেন:
“আমি টেনেসি, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, লুইজিয়ানা এবং টেক্সাসসহ ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর জন্য জরুরি অবস্থা অনুমোদন করেছি। আমরা ফিমা (FEMA) ও স্থানীয় গভর্নরদের সাথে নিবিড়ভাবে কাজ করছি। সবাই নিরাপদ এবং উষ্ণ থাকুন।”
নিরাপত্তা সতর্কতা
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (DHS) সচিব ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, ফেডারেল জরুরি দলগুলো উদ্ধার তৎপরতা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। লুইজিয়ানা ও টেক্সাসে হাইপোথার্মিয়ায় (অতিরিক্ত ঠান্ডা) কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তুষারে ঢাকা পিচ্ছিল সড়কের কারণে সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।