নিজস্ব প্রতিবেদক | লাহোর :
ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতায় সরব হয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসিন নকভি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বাংলাদেশকে এই আসর থেকে বঞ্চিত করা বা কঠিন পরিস্থিতির মুখে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শনিবার লাহোরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নকভি আইসিসির কড়া সমালোচনা করে বলেন, “বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আইসিসির বোর্ড সভাতেও এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছি। ক্রিকেটে দ্বিমুখী নীতি চলতে পারে না—এক দেশের জন্য এক নিয়ম আর অন্য দেশের জন্য ভিন্ন নিয়ম, এটা মেনে নেওয়া যায় না।”
‘হাইব্রিড মডেল’ এর প্রস্তাব
নকভি মনে করেন, বাংলাদেশ আইসিসির একটি পূর্ণ সদস্য এবং ক্রিকেটের বড় অংশীদার। তাই তাদের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসির নমনীয় হওয়া উচিত। তিনি প্রস্তাব করেন যে, ভারত-পাকিস্তান ম্যাচের ক্ষেত্রে যেভাবে ‘হাইব্রিড মডেল’ (নিরপেক্ষ ভেন্যু) ব্যবহার করা হয়েছে, বাংলাদেশের জন্যও একই ব্যবস্থা রাখা উচিত ছিল। তিনি বলেন, “একটি দেশ আরেকটি দেশকে নির্দেশ দিতে পারে না। ভারত বা পাকিস্তানের জন্য বিশেষ সুবিধা থাকলে বাংলাদেশকে কেন দেওয়া হবে না?”
পাকিস্তান কি বিশ্বকাপ বয়কট করবে?
বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার খবরের পর পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে পিসিবি প্রধান জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার। তিনি বলেন, “প্রধানমন্ত্রী (শাহবাজ শরিফ) বর্তমানে দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরলেই সরকার এই বিষয়ে চূড়ান্ত নির্দেশনা দেবে। আমরা সরকারের সিদ্ধান্তই মেনে চলব।”
একই সঙ্গে তিনি জানান, পাকিস্তান বিশ্বকাপে না খেললে তাদের হাতে বিকল্প পরিকল্পনাও রয়েছে। আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি যোগ করেন, “আমাদের কাছে প্ল্যান এ, বি, সি ও ডি—সবই প্রস্তুত আছে। পরিস্থিতির ওপর ভিত্তি করে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।”
উল্লেখ্য, নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ তাদের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল, যা আইসিসি প্রত্যাখ্যান করে। এরপরই বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।