সোমবার ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ:
গণভোটের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে: তথ্য উপদেষ্টা পল্লী বিদ্যুতের ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে যাবে ‘হ্যাঁ’ লিফলেট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মো. কাওসার আলম জলবায়ু পরিবর্তন ও ট্রাম্প: গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি বনাম বাস্তবতা গ্রিনল্যান্ড কিনতে ইউরোপীয় দেশগুলোর ওপর ট্রাম্পের ১০% শুল্ক আরোপের ঘোষণা লগারহেড কচ্ছপ ‘গুমুশ’-এর বিস্ময়কর যাত্রা: সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধিই কি কারণ?

সুন্দরবনে হরিণ শিকারির ফাঁদে আটকা পড়া বাঘ অচেতন করে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, মোংলা (বাগেরহাট): সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়া একটি বাঘকে দীর্ঘ প্রচেষ্টার পর সফলভাবে উদ্ধার করেছে বন বিভাগ। আজ রোববার দুপুরে ‘ট্রানকুইলাইজার গান’ ব্যবহার করে বাঘটিকে অচেতন করার পর উদ্ধার করা হয়। বর্তমানে বাঘটিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় বন্য প্রাণী রেসকিউ সেন্টারে নেওয়া হচ্ছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, আজ দুপুর আড়াইটার দিকে বিশেষজ্ঞ দল ট্রানকুইলাইজার গানের মাধ্যমে ইনজেকশন পুশ করে বাঘটিকে অচেতন করে। এরপর দুপুর ২টা ৫০ মিনিটের দিকে বাঘটিকে খাঁচায় ভরে বন থেকে বের করে আনা হয়। বাঘটি উদ্ধার হওয়ার পর সেটিকে দেখার জন্য হাজার হাজার উৎসুক জনতা ভিড় জমায়। ভিড় সামাল দিতে এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে বন বিভাগের কর্মীরা মোংলা হয়ে খুলনার দিকে রওনা হয়েছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল ইকোট্যুরিজম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, ফাঁদে দীর্ঘক্ষণ আটকে থাকায় বাঘটি কিছুটা দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে সেটিকে স্যালাইন দেওয়া হচ্ছে। তিনি বলেন, “বাঘটিকে খুলনায় বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেসকিউ সেন্টারে নেওয়া হচ্ছে। সেখানে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

ফাঁদে আটকা পড়ার ঘটনা:

এর আগে গতকাল শনিবার দুপুরের দিকে বন বিভাগ জানতে পারে যে, লোকালয় সংলগ্ন শরকির খাল দিয়ে বনের প্রায় আধা কিলোমিটার ভেতরে একটি বাঘ হরিণ শিকারের ফাঁদে আটকে আছে। জায়গাটি চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারী ফরেস্ট টহল ফাঁড়ির অন্তর্ভুক্ত এলাকা, যা বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি বাজারের কাছাকাছি। খবর পাওয়ার পরপরই বন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাঘের অবস্থানের বিষয়ে নিশ্চিত হন। বাঘটিকে উদ্ধারের জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল এবং খুলনা থেকে বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

উৎসুক জনতার ভিড় ও বিপত্তি:

বাঘ আটকা পড়ার খবর ছড়িয়ে পড়লে গতকাল সন্ধ্যা থেকেই স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ সকাল থেকে দূর-দূরান্ত থেকে কয়েক হাজার মানুষ শরকির খালের পাড়ে ভিড় জমায়। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা কার্যালয়ের মৎস্য বিশেষজ্ঞ মো. মফিজুর রহমান চৌধুরী জানান, উৎসুক জনতার প্রচণ্ড চাপের কারণে উদ্ধার অভিযানে কিছুটা বেগ পেতে হয়েছে। এমনকি বন বিভাগের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেকে বনের ভেতরে ঢুকে ছবি ও ভিডিও ধারণ করার চেষ্টা করেন।

বন কর্মকর্তারা জানিয়েছেন, বাঘটি সুস্থ হওয়ার পর তাকে পুনরায় সুন্দরবনের গভীর অরণ্যে অবমুক্ত করা হবে কি না, তা বিশেষজ্ঞ দলের পরামর্শ অনুযায়ী জানানো হবে।