সোমবার ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ:
গণভোটের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে: তথ্য উপদেষ্টা পল্লী বিদ্যুতের ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে যাবে ‘হ্যাঁ’ লিফলেট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মো. কাওসার আলম জলবায়ু পরিবর্তন ও ট্রাম্প: গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি বনাম বাস্তবতা গ্রিনল্যান্ড কিনতে ইউরোপীয় দেশগুলোর ওপর ট্রাম্পের ১০% শুল্ক আরোপের ঘোষণা লগারহেড কচ্ছপ ‘গুমুশ’-এর বিস্ময়কর যাত্রা: সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধিই কি কারণ?

ইসলামী ব্যাংকে ১০০০ ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নবনিযুক্ত এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন কর্মকর্তাদের বরণ করে নেওয়া হয়।

মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ ব্যাংক কর্তৃপক্ষ জানায়, অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় ৯১ হাজার ৭৫৬ জন প্রার্থীর মধ্য থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে এই ১ হাজার কর্মকর্তাকে বাছাই করা হয়েছে। এই নিয়োগে দেশের ৬৪টি জেলারই প্রতিফলন ঘটেছে, যেখানে সংখ্যার দিক থেকে প্রথম স্থানে রয়েছে চট্টগ্রাম, দ্বিতীয় কুমিল্লা এবং তৃতীয় স্থানে রয়েছে কক্সবাজার জেলা। এছাড়া দেশের ৭৬টি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়েছেন।

চ্যালেঞ্জ জয় করে অগ্রগতির পথে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, “বিগত বছরগুলোতে ইসলামী ব্যাংক নানা চ্যালেঞ্জের সম্মুখীন হলেও বর্তমানে সেই সব প্রতিকূলতাকে সম্ভাবনায় রূপান্তর করে প্রতিষ্ঠানটি আবার অগ্রগতির ধারায় ফিরে এসেছে। সাধারণ মানুষের এই আস্থার প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে তরুণ কর্মকর্তাদের নিরলস কাজ করতে হবে।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এই তরুণরাই আগামী দিনে ‘উন্নত বাংলাদেশ’ এবং একটি আধুনিক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবে।

ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন ।

প্রধান অতিথি নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “আজ যারা যোগ দিয়েছেন, তারাই আগামী দিনে ব্যাংকিং খাতের নেতৃত্ব দেবেন। সুন্দর ব্যবহার এবং উন্নত সেবার মাধ্যমে গ্রাহকদের মন জয় করতে হবে এবং পেশাগত উৎকর্ষ অর্জনে কঠোর পরিশ্রম করতে হবে।”

উপস্থিত ব্যক্তিবর্গ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। এছাড়া ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব আলম, মাহমুদুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কে.এম. মুনিরুল আলম আল-মামুন ও মোঃ মাকসুদুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।