নিজস্ব প্রতিবেদক, ঢাকা :সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের পক্ষ থেকে সাধারণ ছুটি ঘোষণার পরিপ্রেক্ষিতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ (ডিওএস) এক সার্কুলারের মাধ্যমে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের এই নির্দেশনা দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাহী আদেশে বুধবার এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ওই দিন বন্ধ থাকবে। তবে ২০২৫ সালের বার্ষিক বা অর্ধবার্ষিক হিসাব সমাপনীর প্রয়োজনে ব্যাংকগুলো তাদের নিজস্ব বিবেচনায় প্রয়োজনীয় শাখা বা বিভাগ খোলা রাখতে পারবে।
স্থগিত হয়েছে সংবাদ সম্মেলন অন্যদিকে, বেগম খালেদা জিয়ার প্রয়াণে রাষ্ট্রীয় শোকের কারণে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর কার্যক্রম নিয়ে বাংলাদেশ ব্যাংকের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এক খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
উল্লেখ্য, আজ মঙ্গলবার বিকেল ৫টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শোকের আবহে সংবাদ সম্মেলনটি বাতিল করা হলেও আজ দুপুরে সাংবাদিকদের কাছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর লোগো সরবরাহ করেছে বাংলাদেশ ব্যাংক। স্থগিত হওয়া সংবাদ সম্মেলন নিয়ে পরবর্তীতে আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর এই প্রয়াণে সরকার বুধবার এক দিনের সাধারণ ছুটি এবং বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।