সোমবার ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ:
গণভোটের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে: তথ্য উপদেষ্টা পল্লী বিদ্যুতের ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে যাবে ‘হ্যাঁ’ লিফলেট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মো. কাওসার আলম জলবায়ু পরিবর্তন ও ট্রাম্প: গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি বনাম বাস্তবতা গ্রিনল্যান্ড কিনতে ইউরোপীয় দেশগুলোর ওপর ট্রাম্পের ১০% শুল্ক আরোপের ঘোষণা লগারহেড কচ্ছপ ‘গুমুশ’-এর বিস্ময়কর যাত্রা: সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধিই কি কারণ?

শিল্প কাঁচামাল আমদানিতে বিলম্বিত পেমেন্টের সময়সীমা পুনঃনির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের বাণিজ্যিক লেনদেন আরও সহজ ও গতিশীল করতে শিল্প কাঁচামাল আমদানির ক্ষেত্রে ইউজান্স পিরিয়ড বা বিলম্বিত পেমেন্টের সময়সীমা পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক । সোমবার (২৯ ডিসেম্বর, ২০২৫) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এই সংক্রান্ত একটি নতুন নির্দেশনা জারি করা হয়েছে ।

নতুন সময়সীমা ও শর্তাবলী এফই সার্কুলার নং-৫১ অনুযায়ী, এখন থেকে শিল্প কাঁচামাল (ব্যাক-টু-ব্যাক আমদানিসহ), কৃষি যন্ত্রপাতি এবং রাসায়নিক সার আমদানির ক্ষেত্রে সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় বিলম্বিত পেমেন্টের সময়সীমা হবে সর্বোচ্চ ২৭০ দিন

সার্কুলারে উল্লেখ করা হয়েছে যে, আমদানির ক্ষেত্রে এই সময়সীমা হবে ২৭০ দিন অথবা ‘ক্যাশ কনভার্সন সাইকেল’ (নগদ অর্থ রূপান্তর চক্র)—এই দুটির মধ্যে যেটি আগে হবে সেই অনুযায়ী । এর আগে ২০২৫ সাল জুড়ে বাণিজ্য সহায়তার জন্য এই সময়সীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিন করা হয়েছিল, যার মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে

ব্যাংকগুলোর জন্য নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংক সকল অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে নির্দেশ দিয়েছে যেন এই সুবিধা দেওয়ার আগে গ্রাহকের অতীত লেনদেন ও ব্যবসায়িক ধারা বিশ্লেষণ করে একটি বাস্তবসম্মত ‘ক্যাশ কনভার্সন সাইকেল’ নিশ্চিত করা হয়

নির্দেশনার অন্যান্য গুরুত্বপূর্ণ দিকসমূহ:

  • ব্যাক-টু-ব্যাক এলসি: ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের (LC) ক্ষেত্রে এই সময়সীমা বিধিবদ্ধ রপ্তানি আয় প্রত্যাবাসন সময়সীমার সাথে সংগতি রেখে নির্ধারণ করতে হবে ।
  • ব্যতিক্রম: বরাবরের মতোই রপ্তানি উন্নয়ন তহবিল (EDF) থেকে অর্থায়ন করা আমদানির ক্ষেত্রে এই বর্ধিত ইউজান্স সুবিধা প্রযোজ্য হবে না ।

বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের পরিচালক মো. হারুন-আর-রশিদ স্বাক্ষরিত এই নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করার জন্য দেশের সকল অনুমোদিত বৈদেশিক মুদ্রা ডিলারদের বলা হয়েছে । শিল্প আমদানিকারকদের প্রয়োজন মেটানোর পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় ভারসাম্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়