সোমবার ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ:
গণভোটের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে: তথ্য উপদেষ্টা পল্লী বিদ্যুতের ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে যাবে ‘হ্যাঁ’ লিফলেট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মো. কাওসার আলম জলবায়ু পরিবর্তন ও ট্রাম্প: গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি বনাম বাস্তবতা গ্রিনল্যান্ড কিনতে ইউরোপীয় দেশগুলোর ওপর ট্রাম্পের ১০% শুল্ক আরোপের ঘোষণা লগারহেড কচ্ছপ ‘গুমুশ’-এর বিস্ময়কর যাত্রা: সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধিই কি কারণ?

ব্যক্তিগত গানম্যানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা — সরকারের পক্ষ থেকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া গানম্যানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি জানিয়েছেন, দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত না করে কেবল কিছু ব্যক্তিকে বিশেষ নিরাপত্তা দেওয়া ইনসাফপূর্ণ নয়।

সোমবার (২২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজের এই অবস্থানের কথা জানান।

ঘটনার প্রেক্ষাপট: সম্প্রতি জুলাই বিপ্লবের ছাত্র নেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় সাদিক কায়েমকেও গানম্যান গ্রহণের বিষয়ে অবহিত করা হয়। তবে তিনি সরকারের এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

সাদিক কায়েমের বক্তব্য: ফেসবুক পোস্টে সাদিক কায়েম উল্লেখ করেন, ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতনের পর জনগণের প্রত্যাশা ছিল দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় একটি দৃশ্যমান ও ন্যায্য পরিবর্তন আসবে। কিন্তু বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার অভাব এবং বিভিন্ন দপ্তরে পুরোনো শক্তির মদদে জননিরাপত্তা ব্যাহত হচ্ছে।

তিনি আক্ষেপ করে বলেন, “একদিকে শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াবে, তাদের হাতে ওসমান হাদিরা শহীদ হবেন, অথচ খুনিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে—এই বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে আমার দ্বিধা হচ্ছে।”

নিরাপত্তা নিয়ে দর্শন: সাদিক কায়েম আরও বলেন, “নিঃসন্দেহে আমাদের সবার নিরাপত্তা প্রয়োজন। তবে সেই নিরাপত্তা যদি কেবল কিছু ব্যক্তি বা গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ থাকে, তাহলে তা ইনসাফপূর্ণ হয় না। দেশের ছাত্র-জনতা যখন এখনো অনিরাপদ অবস্থায় রয়েছে, তখন কেবল ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান গ্রহণ করাকে আমি সঠিক মনে করছি না।”

তিনি জোর দিয়ে বলেন, দেশের আপামর মানুষের জন্য একটি নিরাপদ ও ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করাই তাঁদের প্রধান দাবি।