নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম — বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য বর্তমানে অতিরিক্ত নিয়ন্ত্রণ এবং জটিল অনুমতি প্রক্রিয়ার কারণে বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম নগরের র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে আয়োজিত এক বাণিজ্য সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়ী ফোরামের উদ্যোগে আয়োজিত এই সংলাপে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতির প্রভাব
আমীর খসরু বলেন, বর্তমানে একটি রেস্টুরেন্ট চালু করতে ১৯ থেকে ২১টি অনুমতির প্রয়োজন হয় এবং পরিবেশ ছাড়পত্র পেতেই দুই মাস সময় লেগে যায়। তিনি উল্লেখ করেন যে, এই অতিরিক্ত নিয়ন্ত্রণ মূলত দুর্নীতিগ্রস্ত গোষ্ঠীর জন্য সুবিধাজনক হলেও সাধারণ ব্যবসায়ীদের জন্য এটি একটি বড় বাধা। দুর্নীতি কমাতে সরকারি কর্মকর্তা ও নাগরিকদের মধ্যে সরাসরি যোগাযোগ (ফিজিক্যাল কন্ট্যাক্ট) ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
ব্যবসায়িক সক্ষমতা ও অটোমেশন
ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে আমীর খসরু বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন:
- অটোমেশন ও ওয়ান-স্টপ সার্ভিস: সব ক্ষেত্রে অটোমেশন চালু করে একটি কনটেইনার ছাড়করণের সকল প্রক্রিয়ার জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালু করতে হবে।
- কর্তৃত্ব হস্তান্তর: প্রতিটি বিষয় আমলাতন্ত্রের হাত থেকে ব্যবসায়ীদের হাতে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি ব্যবসায়ীদের সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন।
চট্টগ্রামকে প্রকৃত বাণিজ্যিক রাজধানী করার দাবি
বিগত ১৭ বছর চট্টগ্রামকে শুধু কাগজে-কলমে বাণিজ্যিক রাজধানী করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন আমীর খসরু। তিনি চট্টগ্রামকে বাস্তবে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার জন্য চট্টগ্রাম বন্দরকে জাতীয়ভাবে গুরুত্ব দেওয়া, আরও ইপিজেড স্থাপন এবং ঢাকা-চট্টগ্রাম আলাদা রেললাইন নির্মাণের দাবি জানান। এছাড়া মহাসড়কে ওজন স্কেলের বিষয়ে ব্যবসায়ীবান্ধব সিদ্ধান্তের আহ্বান জানান তিনি।
ব্যবসায়ীদের প্রতিক্রিয়া
সংলাপে বিভিন্ন ব্যবসায়ী নেতা তাদের সমস্যার কথা তুলে ধরেন:
- বিজিএমইএ: বিজিএমইএর প্রথম সহসভাপতি সেলিম রহমান চট্টগ্রামে আরও ইপিজেড স্থাপনের দাবি জানান যাতে নতুন শিল্প গড়ে তোলা যায়।
- সী কম গ্রুপ: ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক আক্ষেপ করে বলেন যে, গত ৫৩ বছরেও ঢাকা-চট্টগ্রামের মধ্যে মাত্র ৮০ কিলোমিটারের কর্ডলাইন স্থাপন করা সম্ভব হয়নি।
- নারী উদ্যোক্তা: চট্টগ্রাম উইমেন চেম্বারের সহসভাপতি সুলতানা নুরজাহান নারী উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
চেম্বারের সাবেক সভাপতি আলী আহ্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংলাপে চাঁদপুর, বান্দরবান ও রাঙামাটি চেম্বারের প্রতিনিধি সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা বক্তব্য প্রদান করেন।