সোমবার ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ:
গণভোটের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে: তথ্য উপদেষ্টা পল্লী বিদ্যুতের ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে যাবে ‘হ্যাঁ’ লিফলেট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মো. কাওসার আলম জলবায়ু পরিবর্তন ও ট্রাম্প: গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি বনাম বাস্তবতা গ্রিনল্যান্ড কিনতে ইউরোপীয় দেশগুলোর ওপর ট্রাম্পের ১০% শুল্ক আরোপের ঘোষণা লগারহেড কচ্ছপ ‘গুমুশ’-এর বিস্ময়কর যাত্রা: সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধিই কি কারণ?

টাওয়ার কর্মীদের নিরাপত্তা বৃদ্ধিতে হুয়াওয়ের ‘ইএইচএস ফ্যামিলি ডে ২০২৫’ আয়োজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা — দেশের টেলিকম নেটওয়ার্ক সম্প্রসারণে নিয়োজিত রিগার বা টাওয়ার কর্মীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে এবং সচেতনতা বৃদ্ধিতে ‘রিগার ইএইচএস ফ্যামিলি ডে ২০২৫’ আয়োজন করেছে হুয়াওয়ে। সম্প্রতি ঢাকার হুয়াওয়ে দক্ষিণ এশিয়া সদর দপ্তরে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য: টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাণে যারা মোবাইল টাওয়ারে ওঠার মতো ঝুঁকিপূর্ণ কাজ করেন, সেইসব ‘রিগার’দের প্রতি সম্মান জানানো এবং তাঁদের নিরাপত্তা সচেতনতা বাড়ানোই ছিল এই আয়োজনের লক্ষ্য। অনুষ্ঠানে রিগারদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্য এবং বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিরাপত্তায় পরিবারের ভূমিকা: আলোচনায় হুয়াওয়ের কর্মকর্তারা রিগারদের কর্মক্ষেত্রে ইএইচএস (এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেফটি) বা পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তা নীতিমালা মেনে চলার ওপর জোর দেন। বিশেষ করে, কর্মীদের নিরাপত্তায় তাঁদের পরিবারের সদস্যদের সচেতনতা ও মানসিক সহায়তার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।

হুয়াওয়ের বক্তব্য: অনুষ্ঠানে উপস্থিত হুয়াওয়ে সাউথ এশিয়া ডেলিভারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ডিরেক্টর চেন হেংঝো বলেন, “আমরা রিগারদের হুয়াওয়ে পরিবারের অংশ হিসেবে মনে করি। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই আমরা তাঁদের পরিবারকে নিয়ে এই আনন্দঘন মুহূর্তের আয়োজন করেছি। এই উদ্যোগ আমাদের প্রাতিষ্ঠানিক সুরক্ষা ও দায়িত্ববোধের সংস্কৃতিকেই প্রতিফলিত করে।”

আয়োজন ও অংশগ্রহণ: অনুষ্ঠানে হুয়াওয়ের এফএসসি ম্যানেজার মো. লুৎফর রহমান সজিব এবং ইএইচএস ম্যানেজার পারভেজ ইসলাম নিরাপত্তা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। আলোচনা পর্ব ছাড়াও পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন বিনোদনমূলক কর্মসূচীর ব্যবস্থা ছিল।

হুয়াওয়ে কর্তৃপক্ষ জানায়, বিশ্বমানের প্রযুক্তি সেবা দেওয়ার পাশাপাশি নিজেদের কার্যক্রমে যুক্ত কর্মীদের নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে তারা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।