নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহকে সমর্থন করার জন্য বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ২০২ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকটি মোট ১৩টি ব্যাংক থেকে ২০২ মিলিয়ন ডলার কেনে। এর মাধ্যমে চলতি অর্থবছরের (২০২৩-২৪) শুরু থেকে একাধিক নিলামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত মোট ২.৫১ বিলিয়ন (২৫১ কোটি) ডলার ক্রয় করলো।
নিলাম পদ্ধতি ও বিনিময় হার
লেনদেনটি মাল্টিপল প্রাইস অকশন (Multiple Price Auction) পদ্ধতির মাধ্যমে পরিচালিত হয়েছে। এই লেনদেনে প্রতি ডলারের বিনিময় হার ১২২.২৭ টাকা থেকে ১২২.২৯ টাকা পর্যন্ত ছিল। কাট-অফ রেট নির্ধারণ করা হয় ১২২.২৯ টাকা।
বৈদেশিক মুদ্রার বাজারে তারল্য ব্যবস্থাপনার একটি পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক গত ১৩ জুলাই থেকে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে ডলার ক্রয় শুরু করে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই লেনদেনের বিষয়টি নিশ্চিত করেছেন।